Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী অপূর্বর কষ্টে কাঁদছে দর্শক

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২২ ১৬:১১

‘নাটকটা দেখে চোখ দিয়ে পানি চলে এসেছে। প্রবাসীদের কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বোঝে না, ভালো থাকুক পৃথিবীর সকল প্রবাসী ভাই ও বোনেরা। প্রবাসীরা আসলেই স্বার্থপর- তারা শুধু পরিবারের জন্য ভাবে, নিজের কথাটা একবারও ভাবে না!’ কথাটি করিম মোল্লা নামের একজন দর্শকের।

এমন অসংখ্য দর্শক এখন কাঁদছে প্রবাসী কামরুল চরিত্রে অপূর্বর অভিনয় দেখে। সিএমভি’র ব্যানারে ‘আপনজন’ নামের এই বিশেষ নাটকটি রচনা ও নির্মাণ করেছেন মুরসালিন শুভ। যা ১৬ জুলাই উন্মুক্ত হয় ইউটিউব চ্যানেলে। দুইদিনে এটির ভিউ গড়িয়েছে প্রায় ২০ লাখ! ধারণা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে এটি অতিক্রম করবে কোটির ঘর।

বিজ্ঞাপন

তবে ভিউর চেয়েও লক্ষণীয় বিষয় দর্শক প্রতিক্রিয়া। যার বেশিরভাগই ব্যথিত হয়েছে পরিবারের ছোট ছেলে হয়েও প্রবাসী কামরুলের ত্যাগ এবং বঞ্চিত হওয়ার ঘটনায়। এতে অপূর্বর বিপরীতে আছেন কেয়া পায়েল। আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, মারুফ মিঠু প্রমুখ।

‘আপনজন’-এ দেখা যায় একজন প্রবাসীর মৃত্যুর খবরকে ঘিরে তার আপনজনের হাহাকার ও স্বার্থের গল্প। যেখানে উঠে এসেছে আবেগ-হিংস্রতা পাশাপাশি।

নির্মাতার ভাষ্যে, ‘অনেক দিন পর পরিপূর্ণ একটি কাজ করলাম। কাজটি করে যেমন আনন্দ পেয়েছি তেমনি নিজের মেধাটাকেও ঝালাই করতে পেরেছি। আমার প্রযোজক-শিল্পীরাও কাজটি নিয়ে হ্যাপি। প্রকাশের পর দর্শকদের কাছ থেকে দারুণ ফিডব্যাক পাচ্ছি।’

নাটকটি দেখে মনোয়ার হোসেন নামের একজন দর্শক মন্তব্য করেন, ‘এই নাটকটি সমস্ত প্রবাসী ভাই-বোনদের উদ্দেশ্যে উৎসর্গ করা হোক। নাটকটি থেকে প্রবাসীদের বাস্তব শিক্ষা নেওয়া উচিৎ।এগুলিই হচ্ছে আমাদের সমাজে। ধন্যবাদ লেখক ও পরিচালক এমন বাস্তবধর্মী নাটক উপহার দেয়ার জন্যে।’

বিজ্ঞাপন

এর বাইরে দর্শকদের বেশিরভাগ মন্তব্য, নাটকটির সিক্যুয়েল নির্মাণের জন্য। যেখানে তারা প্রবাসী কামরুলকে খুশি ও সুখী দেখতে চান।

সারাবাংলা/এজেডএস

অপূর্ব আপনজন দর্শকদের কান্না

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর