Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ পর্বে ‘মহাগুরু’


২২ এপ্রিল ২০১৮ ১২:৪৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বাংলাভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘মহাগুরু’ শেষ হচ্ছে। ২৩ এপ্রিল সোমবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটির ১০৪তম পর্ব প্রচারিত হবে। এই পর্বই নাটকটির শেষ পর্ব।

রিজওয়ান খান-এর রচনা ও কায়সার আহমেদ-এর পরিচালনায় ‘মহাগুরু’ নাটকটি শুরু থেকেই বেশ দর্শকপ্রিয়তা পায়।

তারকাবহুল এই নাটকটিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মোশাররফ করিম, শহিদুজ্জামান সেলিম, নিলয় আলমগীর, আনিকা কবির শখ, অহনা, বাঁধন, মেহেরিন নিশা, স্নেহা, দিলারা জামান, সাবেরী আলম, আখম হাসান, জয়রাজ, জুঁই করিমসহ আরও অনেকে।

সাবারাংলা/পিএম/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর