Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোভান-টয়ার ‘বিবাহ বিভ্রান্তি’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ জুলাই ২০২২ ১৩:১৩

বাবা মা বেঁচে না থাকায় নিকাত্মীয় শরীফ আহমেদের বাসায় থেকে পড়াশোনা করছে তরী। সুন্দরী, মেধাবী তরীকে সবাই খুব আপন করে নিয়েছে। বিদেশ থেকে বেড়াতে আসে শরীফ আহমেদের নাতি ফাহাদ। বিদেশে এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিলো ফাহাদের। এক পর্যায়ে সেটা ভেঙ্গে যায়। এরপর থেকে মেয়েদের প্রতি এক ধরণের অনীহা তার। তবে এখানে এসে তরীকে দেখার পর থেকে তার ভেতরে একটা পরিবর্তন আসে। ক্রমান্বয়ে তরীর প্রতি দুর্বল হয়ে পড়ে সে। কিন্তু দাদা শরীফ আহমেদের সঙ্গে তরীর সম্পর্কটা অস্বাভাবিক লাগে তার কাছে। বয়সের অনেক ব্যবধান থাকা সত্ত্বেও তরী কিভাবে তার দাদার স্ত্রী হয় এটা মানতে পারে না ফাহাদ। এদিকে তরীও মনে মনে ফাহাদকে পছন্দ করে ফেলেছে। তরীর প্রতি ফাহাদের দৃষ্টি ভালোভাবে নেয় না দাদা। রীতিমত অপমানও করে তাকে। এ কারণে ফাহাদের আরও জেদ চাপে। নানা কৌশলে সে বের করে আসলে তরী তার দাদার স্ত্রী নয়। বিষয়টা দাদাকে বলার পর তিনি স্বীকার করেন এবং বলেন, ফাহাদকে দেশের মেয়ে বিয়ে করানোর জন্য তারা সবাই মিলে এই নাটক সাজিয়েছে।

বিজ্ঞাপন

এমনই এক গল্পে নির্মিত হলো ইদুল আযহার বিশেষ একক নাটক ‘বিবাহ বিভ্রান্তি’। পথিক সাধন-এর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন জোভান, টয়া প্রমুখ। প্রচারিত হবে ইদের ৪র্থ দিন (বুধবার) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে।

সারাবাংলা/এএসজি

জোভান-টয়ার ‘বিবাহ বিভ্রান্তি’ মাছরাঙা টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর