Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মীমের সাথে ডিভোর্স চান না মিশু

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ জুলাই ২০২২ ১৬:৪৪

ইদুল আযহা উপলক্ষে নির্মিত হলো বিশেষ একক নাটক ‘ডিভোর্স চাই না’। বিশ্বজিৎ দত্ত’র রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, নাদিয়া মীম প্রমুখ। প্রচারিত হবে ইদের ৪র্থ দিন (বুধবার) বিকেল ৫টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

নাটকের শুরুতেই দেখা যায়, ডিভোর্স পেপারে স্বাক্ষর করছে সুমি এবং শুভ। এরপর শুভ জামকাপড় নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সুমি অনেক কান্নাকাটি করে। অনেক বছরের প্রেমের পর বিয়ে করে তারা। বিয়ের পর থেকে তাদের সম্পর্কের অবনতি হয়। দিনে দিনে মতবিরোধ বাড়তে থাকে। শুভ’র আচরণে সুমি কষ্ট পায়। ঝগড়া, অভিমান, ক্ষোভ ক্রমাগত বেড়েই চলে। এক পর্যায়ে সুমি জানিয়ে দেয় সে আর শুভ’র সাথে থাকতে চায় না। রাগের মাথায় শুভও বলে ফেলে সুমির সাথে আর সংসার করা সম্ভব নয়। ব্যাগ গুছিয়ে এক বন্ধুর বাসায় চলে যায়। কিন্তু দুই দিন পর বুঝতে পারে সুমিকে ছাড়া থাকতে পারবে না সে। সুমির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। রাগ করে সুমি ফোন বন্ধ রাখে তাই যোগাযোগ করতে পারে না। রীতিমত পাগলামি শুরু করে শুভ। এলাকায় মাইকিং করে, ডিভোর্স চাই না বলে সুমির বাসার সামনে গিয়ে অনশন করে। এরপর …

সারাবাংলা/এএসজি

মাছরাঙা টেলিভিশন মীমের সাথে ডিভোর্স চান না মিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর