Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাংস্টার পাপ্পি ভাই মোশাররফ করিম

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২২ ১৪:০৮

গ্যাংস্টার পাপ্পি ভাইয়ের ব্যক্তিজীবন নিয়ে এবারের ঈদে হাজির হচ্ছেন অভিনেতা মোশাররফ করিম। মূলত তার বিয়েকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে গল্পটি। এটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনায় মাইদুল রাকিব। সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকের নাম ‘গ্যাংস্টারের বিয়ে’।

গল্পে দেখা যাবে, পাপ্পি ভাই। এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার। তার নামে সবাই থরথর করে কাঁপে। কিন্তু সেই গ্যাংস্টারের মনে অনেক দুঃখ। কারণ সে তার মায়ের কথা পূরণ করতে পারছে না। মরে যাওয়ার সময় মা তাকে বলেছিলো, ‘পাপ্পি বাবা, আর যাই করিস বংশ রক্ষাটা করিস। একটা সুশীলা মেয়েকে বিয়ে করিস।’

বিজ্ঞাপন

নির্মাতা বলেন, ‘অবশেষে পাপ্পি ভাই একজন সুশীলা পাত্রী খুঁজে পান। নাম মিতু। ধুমধাম করে বিয়েও করেন। বিয়ের পর স্ত্রী মিতু সম্পর্কে পাপ্পি ভাই জানতে পারেন এক বিস্ময়কর তথ্য! সত্যি বলতে গল্পটি বেশ আলাদা এবং মজারও। আমার বিশ্বাস দর্শকরা খুবই মজা পাবেন নাটকটি দেখে। বিশেষ করে পাপ্পি ভাই চরিত্রে মোশাররফ ভাইয়ের অ্যাকটিং চোখ ধাঁধানো।’

নাটকে মোশাররফ করিমের স্ত্রী মিতুর চরিত্রে অভিনয় করেছেন হিমি।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘গ্যাংস্টারের বিয়ে’ নাটকটি উন্মুক্ত হচ্ছে আসছে ঈদের বিশেষ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

গ্যাংস্টারের বিয়ে পাপ্পি ভাই মোশাররফ করিম হিমি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর