Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিচালকের সঙ্গে বসার পর ছাড়পত্র পাবে ‘সাইকো’

আহমেদ জামান শিমুল
৫ জুলাই ২০২২ ২২:২৩ | আপডেট: ৫ জুলাই ২০২২ ২২:২৫

ঈদের শেষ ছবি হিসেবে সেন্সর ছাড়পত্র পেতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’। মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় ছবিটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা। আগামীকাল (বুধবার, ৬ জুলাই) ছবিটির ছাড়পত্র পাওয়ার কথা রয়েছে। তবে তার আগে পরিচালকের সঙ্গে বসবে বোর্ড।

সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ছবিটির দৃশ্য বা সংলাপে আমাদের কোনো আপত্তি নেই। এমনকি এ ছবির একটি গান (তোর জন্য কত মায়া রে) বিদেশে দৃশ্যায়ন করা হয়েছিল, তার জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র দরকার ছিল, তাও জমা দিয়েছেন প্রযোজক। কিন্তু আমরা এর আগে পরিচালকের সঙ্গে বসবো।

বিজ্ঞাপন

পরিচালক অনন্য মামুনের সঙ্গে বসার কারণ হিসেবে তিনি বলেন, ছবিটির ফাইটিং দৃশ্যে কিছু অপরিচিত শিল্পী দেখা গেছে। তারা বাংলাদেশি কিনা এ ব্যাপারে আমাদের সন্দেহ রয়েছে। যদি বিদেশি শিল্পী হন সেক্ষেত্রে আলাদা চুক্তিপত্রসহ কিছু কাগজপত্র লাগবে। এ ব্যাপারটি নিয়ে আমরা পরিচালকের সঙ্গে আগামীকাল সকালে বসবো। আশা করি আমরা ছাড়পত্র দিয়ে দিতে পারবো। ব্যাপারটি নিয়ে খুব একটা সমস্যা হবে না।

বিষয়টি নিয়ে অনন্য মামুন বলেন, আমাকে এ নিয়ে কিছু বলা হয়নি। আগামীকাল ছাড়পত্র পাচ্ছি এটা জানি।

সেলিব্রেটি প্রোডাকশন প্রযোজিত ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন রোশান, পূজা চেরী ও রিও।

সারাবাংলা/এজেডএস

অনন্য মামুন পূজা চেরী রোশান সাইকো

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর