Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিবের ‘মায়া’র নায়িকা পূজা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২২ ১৭:৩৯

সম্প্রতি ‘মায়া’ নামে একটি ছবির জন্য সরকারী অনুদান পেয়েছেন শাকিব খান। হিমেল আশরাফ পরিচালিত ছবিটির নায়িকা নিয়ে সবার মাঝে অনেক জল্পনা কল্পনা ছিল। তবে কল্পনার অবসান হয়ে জানা গেল ছবিটির নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরী।

গেল ঈদে এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’-এ শাকিব খানের নায়িকা ছিলেন পূজা। এটি শাকিব-পূজা জুটির দ্বিতীয় ছবি হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকে তিনি জানিয়েছেন, তার প্রযোজিত নতুন ছবি ‘মায়া’ হবে ‘লার্জার দ্যান লাইফ’ স্কেলে। বলেন, অনুদানটা হয়তো বাড়তি সংযোজন হিসেবে কিছুটা কাজ করবে। কিন্তু ছবির বাজেট হবে অনেক বেশি।

তিনি বলেন, ভিএফএক্স ও সিজির কাজ হবে বিশ্বমানের। বাইরের ছবি দেখে আমাদের মনে হতো কেন আমরা এসবের চেষ্টা করি না, ‘মায়া’ অনেকটা তেমন প্রেক্ষাপট ও আয়োজনের ছবি হবে। গল্পটাকে সঠিক তুলে ধরতে বাজেটে কোনো ছাড় হবে না। চলতি বছরের শেষে ‘মায়া’র শুটিং হতে পারে। যারা ভালো ছবি বানাতে চায়, সরকার বুঝে শুনে অনুদান দিয়েছেন এটা প্রশংসনীয় উদ্যোগ।

‘মায়া’ ছাড়াও শাকিব খান তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘রাজকুমার’ নামে আরেকটি ছবি বানাচ্ছেন। ওই ছবির শুটিং হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। পরিচালক থাকবেন হিমেল আশরাফ। নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

সারাবাংলা/এজেডএস

অনুদান পূজা চেরী মায়া শাকিব খান হিমেল আশরাফ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর