Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন অতিথি আসছে নওশীন হিল্লোলের ঘরে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২২ ১৯:০১

অভিনয়শিল্পী দম্পতি হিল্লোল ও নওশীন দীর্ঘদিন ধরে আমেরিকায় আছেন। এ দম্পতি জানালেন দারুণ এক খবর। তাদের ঘর আলো করে আসছে নতুন অতিথি। এ উপলক্ষ্যে আমেরিকায় করেছেন বেবি সাওয়ার।

২৫ জুন আমেরিকায় তাদের বাসায় এ বেবি সাওয়ারের আয়োজন করা হয়। জানা গেছে, আগামী মাসেই অনাগত সন্তানের মুখ দেখবেন নওশীন-হিল্লোল।

বেবি সাওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানাসহ বেশ কয়েকজন বাংলাদেশি তারকা।

নওশীন বর্তমানে আমেরিকায় একটি মেডিকেল সেন্টারে চাকরিরত আছেন। হিল্লোল ব্যস্ত তার ফুড ভ্লগিং নিয়ে। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান হিল্লোল আর খাবার খেয়ে সেটার রিভিউ তুলে ধরেন দর্শকের কাছে।

যুক্তরাষ্ট্রে গত বছর কাজী মারুফের পরিচালনায় ‘গ্রিনকার্ড’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন নওশীন ও হিল্লোল। নওশীন ও হিল্লোল বিয়ে করেন ২০১৩ সালে।

সারাবাংলা/এজেডএস

নওশীন নতুন অতিথি সন্তান হিল্লোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর