Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেলারেই বাজিমাত করল রনবীরের ‘শমশেরা’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ জুন ২০২২ ১৩:০১

চমকে দিয়েছিলেন টিজারেই, এবার ফাটিয়ে দিলেন ট্রেলারে! প্রকাশ্যে এল প্রতীক্ষিত ‘শমশেরা’ ছবির ট্রেলার। আর এই ছবির সঙ্গেই চার বছর পর রুপালি পর্দায় ফিরছেন রণবীর কাপুর। এই প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। করণ মালহোত্রার পরিচালনায় ‘শমশেরা’ ছবিতে বাবা ও ছেলে দুই ভূমিকাতেই থাকছেন রণবীর।

‘শমশেরা’ ছবির প্রেক্ষাপট ১৮৭১ সাল। ছবিতে রণবীরের পাশাপাশি রয়েছেন সঞ্জয় দত্ত এবং বাণী কাপুর। কাল্পনিক কাজা শহরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবির গল্প। ছোট থেকেই দাসত্বের শৃঙ্খল পায়ে নিয়ে বড় হয়েছে ‘শমসেরা’। এরপর নিজের জাতিকে রক্ষার দায় কাঁধে তুলে নেয় সে। ‘স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়’ ছবির ট্রেলারে বার্তা ‘শমশেরা’ রণবীরের। দারোগা শুদ্ধ সিং (সঞ্জয় দত্ত)-এর অত্যাচারে নিপীড়িত মানুষদের দুর্দশার চিত্র এবং সেই দাসত্ব থেকে মুক্তির লড়াই উঠে আসবে এই ছবিতে। আগামী ২২ জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি।

সারাবাংলা/এএসজি

ট্রেলারেই বাজিমাত করল রনবীরের ‘শমশেরা’ রনবীর কাপুর শমশেরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর