দর্শক হাসাতে আসছে ‘হেরা ফেরি ৩’
২৪ জুন ২০২২ ২১:১৩
২০০০ সালে মুক্তি পায় ‘হেরা ফেরি’। ২০০৬ সালে আসে ‘ফির হেরা ফেরি’। দুটো ছবিই হাসতে হাসতে পেটে ব্যথা ধরিয়েছে দর্শকদের। এমনকী, এখনও সিনেমার তিন চরিত্র নিয়ে তৈরি মিম চোখে পড়ে সর্বত্র। অক্ষয় কুমার, সুনীল শেট্টি আর পরেশ রাওয়ালের এই হিন্দি কমেডি এবার পা রাখতে চলেছে ৩য় পর্বে। এমনটাই আভাস দিলেন প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা বললেন, ‘তোমরা পুরনো স্টার কাস্টকেই দেখতে পাবে– অক্ষয়জি, পরেশভাই আর সুনীলজি। গল্প বাছা হয়ে গিয়েছে, আমরা তার উপর কাজ করছি আরও। পুরনো সাফল্যে রয়ে গেলে হবে না। বরং বিষয়বস্তু নিয়ে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। গল্প, বিষয়বস্তু, চরিত্রগুলোর উপর আরও বেশি করে জোর দিচ্ছি।’
হিন্দি কমেডি সিনেমার মধ্যে ‘হেরা ফেরি’ এখনও দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। তবে ‘হেরাফেরি ৩’ নিয়ে এখনই বেশি কথা বলতে রাজি নন প্রযোজক। এমনকী, পরিচালনায় কাকে দেখা যাবে সেটাও জানাননি। বলেন, ‘কথা হচ্ছে। আমরা খুব জলদি অফিসিয়াল ঘোষণা করে দেব।’
প্রথম পার্টের পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। পরের পার্ট লিখেছেন ও পরিচালনা করেছেন নীরাজ বোরা। এরপর শোনা যায় ‘ড্রিম গার্ল’ পরিচালক রাজ শান্ডিল্য পরিচালনা করবেন ‘হেরা ফেরি ৩’। তবে নাদিওয়ালা জানিয়ে দেন এই খবর ভুল। সঙ্গে আরও জানান ২০১৪ সালেই হেরা ফেরি ৩ বানানো নিয়ে কথা চলছিল। কিন্তু অসুস্থ হয়ে পড়েন নীরাজ। তবে এবার জোরকদমে কাজ শুরু।
সারাবাংলা/এএসজি