Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার আমেরিকায় শান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২২ ১৭:২৬

জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিওন,টপগান প্রভৃতি মুক্তিপ্রাপ্ত এবং মুক্তিপ্রতীক্ষিত এলভিস,থর – লাভ এন্ড থান্ডার সিনেমার ডামাডোল চ্যালেঞ্জ করেই আমেরিকার বিখ্যাত সব থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে ‘শান’। ২৪ জুন থেকে আমেরিকার দর্শকরা দেখতে পাবে ছবিটি।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোঃ অলিউল্লাহ সজীব । নিজের ও অফিসিয়াল পেজে থিয়েটার লিস্ট প্রকাশ করে সজীব বলেন, ‘পৃথিবীর সর্ববৃহৎ এ সিনেমা চেইনগুলিতে সামার এর এ সুপার পিক সময়ে যখন হলিউড, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সহ তাবৎ বড় বড় সব ইন্ডাস্ট্রির বড় বড় সব সিনেমার মুক্তির লাইন লেগে আছে,এসময়ে যখন বাংলাদেশের সিনেমার শুভমুক্তির একটা বিশাল নাম্বার ম্যানেজ করা যায়, তখন আনন্দ হয়।‘

বিজ্ঞাপন

সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানে ‘শান’ আমেরিকায় মুক্তির চুক্তি স্বাক্ষর করেন স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন এবং ফিলম্যান এন্টারটেইনমেন্ট এর পক্ষে প্রযোজক ওয়াহিদুর রহমান।

বাংলা ভাষাভাষীদের জন্য আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, হারকিন্স, শোকেইস চেইনে প্রথম সপ্তাহে ২০ টি স্টেট এর বিখ্যাত এবং কাছের ৫৯টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘শান’। স্টেটগুলো হল নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, কানেক্টিকাট, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, অ্যারিজোনা, ইউটাহ, ওহাইও, ক্যানসাস, টেনেসি, লুইজিয়ানা, অরিগন, কলোরেডো এবং ওয়াশিংটন।

আমেরিকাজুড়ে পৃথিবীবিখ্যাত মাল্টিপ্লেক্সে যার মধ্যে রয়েছে এএমসি (পৃথিবীর সবচেয়ে বড় সিনেমা চেইন) এর ১০টি, রিগ্যাল/সিনেওয়ার্ল্ড (পৃথিবীর ২য় বৃহত্তম সিনেমা চেইন) এর ২০টি, সিনেমার্ক (পৃথিবীর ৩য় বৃহত্তম সিনেমা চেইন) এর ২৪টি, হার্কিনস (আমেরিকার অন্যতম বড় সিনেমা চেইন) এর ৪টি এবং শো কেইস (আমেরিকার অন্যতম বড় সিনেমা চেইন) এর ১টি নিয়ে মোট ৫৯টি থিয়েটারে।

বিজ্ঞাপন

এদিকে ‘শান’ আমেরিকায় মুক্তি উপলক্ষে বুধবার (২২ জুন) সিনেমাটির সবশেষ ট্র্যাক ‘হাজার জোনাকি’ অফিসিয়াল পেজে উন্মুক্ত করেছে ছবিটির প্রযোজনা সংস্থা ফিলম্যান এন্টারটেইনমেন্ট। প্রবাসী দর্শকদের আগ্রহী করে তুলতে ছবির শিল্পী ও কুশলীরা নানারকম প্রচারণায় সরব হয়েছেন নিজেদের পেজে।

এম রাহিম পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। ছবিটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।

শান ছবিটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক এম এ রাহিম। ছবিটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।

সত্য ঘটনা অবলম্বনে ছবিটির গল্প সাজিয়েছেন বাংলাদেশের চৌকষ পুলিশ অফিসার এসপি আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। যিনি কলকাতার ‘প্যানথার’ এবং বলিউডের হেইট স্টোরি ২-৩-৪, ডিয়ার জিন্দেগি, এম এস ধোনি, হামারি আধুরি কাহানি, আশিকি ২, অগ্নিপথ, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইসহ অসংখ্য সিনেমায় স্টান্ট ও অ্যাকশন দৃশ্য করেছেন।

বিশ্ববাজারে স্বপ্ন স্কেয়ারক্রো পরিবেশিত ১৭টি সিনেমা হলো- অস্ত্বিত্ব,মুসাফির,শিকারী,আয়নাবাজি,প্রেমী ও প্রেমী,পরবাসিনী,নবাব,ঢাকা অ্যাটাক,হালদা,গহীন বালুচর,দহন,দেবী,স্বপ্নজাল,যদি একদিন,ঊনপঞ্চাশ বাতাস,পাপপূণ্য ও শান।

সারাবাংলা/এজেডএস

আমেরিকা এম এ রাহিম শান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর