Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ্যে মৌসুমীর ‘ভাঙন’-এর পোস্টার

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২২ ২২:৩৪

মির্জা সাখওয়াৎ হোসেন পরিচালিত ‘ভাঙন’-এ অভিনয় করেছেন মৌসুমী। ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করেছেন পরিচালক। পোস্টারে মৌসুমীর সঙ্গে রয়েছেন ফজলুর রহমান বাবু।

পোস্টারে ফজলুর রহমান বাবুকে দেখা গেছে বাঁশি হাতে এবং মৌসুমীর মাথায় লেইস-ফিতার ঝুড়ি। ছবিটি ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত। মৌসুমী ও বাবু ছাড়া এ ছবিতে আরও আছেন সাবেরী আলম, প্রাণ রায়, রাশেদা চৌধুরী ও মিশু চৌধুরী।

পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন জানান, সিনেমার গল্পে উঠে আসবে একটি রেলস্টেশনে এসে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষের কথা। এখানে আছে হকার, পতিতা, পকেটমার, বংশীবাদকসহ বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক মানুষ। তাদের জীবন যাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প থাকছে ‘ভাঙন’ সিনেমায়।

গত বছর তেজগাঁও রেলস্টেশনে শুরু হয় সিনেমার শুটিং। টানা কয়েকদিন এর দৃশ্যধারণে অংশ নেন মৌসুমী। সিনেমায় চুড়ি-ফিতা বিক্রেতার চরিত্রে দেখা যাবে তাকে। আর ফজলুর রহমান বাবুকে দেখা যাবে ভিক্ষাবৃত্তির পেশায়। প্রাণ রায় অভিনয় করেছেন পকেটমারের চরিত্রে। এরই মধ্যে সিনেমার প্রায় কাজ শেষ। সিনেমাটি শিগগিরিই পর্দায় আসছে।

সারাবাংলা/এজেডএস

ফজলুর রহমান বাবু ভাঙন মির্জা সাখাওয়াৎ হোসেন মৌসুমী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর