Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড ২৫টি ছবি পাবে ১৩ কোটি ৩১ লাখ টাকা অনুদান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ১৮:০৩ | আপডেট: ১৫ জুন ২০২২ ২০:৩৯

করোনা মহামারির কারণে চলচ্চিত্র শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ায়  ২০২১-২২ অর্থ বছরে রেকর্ড সংখ্যক ছবিকে অনুদান দিয়েছে সরকার । পূর্ণদৈর্ঘ্য শাখায় ১২ কোটি ১৫ লাখ টাকা পেয়েছে ১৯টি ছবি এবং স্বল্পদৈর্ঘ্য শাখায় ৬টি ছবি পেয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। মোট ১৩ কোটি ৩১ লাখ টাকা পাচ্ছে ২৫টি ছবি। বুধবার (১৫ জুন) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে অনুদানপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় রয়েছেন শাকিব খান, অপু বিশ্বাস, মাসুদ উজ্জ্বল ও সারা যাকেরের মত ব্যক্তিরা।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৩ টি ছবি অনুদান পেয়েছে। এ শাখায় ‘জয় বাংলার ধ্বনি’ ছবির জন্য মোহাম্মদ খোরশেদুল আলম খন্দকার (খ.ম. খুরশীদ) পেয়েছেন ৬০ লাখ টাকা। তিনি প্রযোজনার পাশাপাশি ছবিটি পরিচালনা করবেন। ‘একাত্তর-করতলে ছিন্নমাথা’-র জন্য ৬০ লাখ টাকা পেয়েছেন রফিকুল আনোয়ার (রাসেল)। ছবিটি পরিচালনাও করবেন তিনি।

সাধারণ শাখায় অনুদান পেয়েছে ১৬ টি ছবি। প্রযোজক ও পরিচালক হিসেবে রিফাত মোস্তফা ‘যুদ্ধজীবন’ ছবির জন্য ৬৫ লাখ টাকা পাচ্ছেন। হাবিবুল ইসলাম হাবিব প্রযোজক ও পরিচালক হিসেবে ‘যাপিত জীবন’ ছবির জন্য পাচ্ছে ৬০ লাখ টাকা। মাসুদ হাসান উজ্জ্বল ‘বনলতা সেন’ ছবির জন্য পাচ্ছেন ৭০ লাখ টাকা। তিনি এ ছবির প্রযোজক ও পরিচালক। ‘অত:পর রোকেয়া’ ছবির জন্য শামীম আখতার পাচ্ছেন ৬০ লাখ টাকা। তিনি ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করবেন।

মারুফা আক্তার পপি প্রযোজক ও পরিচালক হিসেবে ৭০ লাখ টাকা পাবেন ‘বঙ্গবন্ধুর রেণু’ ছবির জন্য। ‘১৯৬৯’ ছবির জন্য মাহজাবিন রেজা চৌধুরী পাবেন ৭৫ লাখ টাকা। ছবিটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। “ডেডো’র গল্প’ ছবির জন্য নাজমুল হক ভূইয়া পাবেন ৬০ লাখ টাকা। ছবিটি পরিচালনা করবেন রেজা ঘটক। সঞ্জিত কুমার সরকার ‘বকুল কথা’ ছবির জন্য পাবেন ৭০ লাখ টাকা। ছবিটি পরিচালনা করবেন মাসুদ মহিউদ্দীন ও মাহমুদ হাসান শিকদার।

প্রযোজক ও পরিচালক হিসেবে কামাল মোহাম্মদ কিবরিয়া পাচ্ছেন ৬০ লাখ টাকা ‘আর্জি’ ছবিটির জন্য। ‘এইতো জীবন’ ছবিটির জন্য প্রযোজক ও পরিচালক সৈয়দ আলী হায়দার রিজভী পাচ্ছেন ৭০ লাখ টাকা। ‘আহারেজীবন’ ছবির জন্য প্রযোজক ও পরিচালক হিসেবে সৈয়দ উদ্দিন আহমেদ (ছটকু আহমেদ) পাবেন ৬০ লাখ টাকা। সারা যাকের প্রযোজনা করবেন ‘অন্তরখোলা’। রতন কুমার পাল পরিচালিত ছবিটি পাচ্ছে ৬০ লাখ টাকা।

বিজ্ঞাপন

‘ভাষার জন্য মমতাজ’ ছবিটির জন্য প্রযোজক ও পরিচালক হিসেবে সারোয়ার তমিজউদ্দিন পাচ্ছেন ৬০ লাখ টাকা। নায়িকা অপু বিশ্বাস ‘লাল শাড়ি’ ছবিটির জন্য পাচ্ছেন ৬৫ লাখ টাকা। পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। শরাফ আহমেদ জীবনের প্রযোজনা ও পরিচালনায় নির্মিত হবে ‘বিচারালয়’। ছবিটি পাচ্ছে ৬৫ লাখ টাকা।

নায়ক শাকিব খান ‘মায়া’ ছবির জন্য পাচ্ছেন ৬৫ লাখ টাকা। পরিচালনা করবেন হিমেল আশরাফ। মো. দৌলত হোসাইনের প্রযোজনা ও পরিচালনায় ‘মুক্তির ছোট গল্প’ পাচ্ছে ৬০ লাখ টাকা। পরিচালনা করবেন সৈয়দ মাসউদ যাকারিয়া চৌধুরী ও আব্দুস সামাদ খোকন।

স্বল্পদৈর্ঘ্য শাখায় ৬টি ছবিকে অনুদান দিয়েছে সরকার। এর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ‘একটি ভোরের অপেক্ষায়’ ছবির জন্য প্রযোজক ও পরিচালক হিসেবে দীপান্বিতা ইতি পাচ্ছেন ২০ লাখ টাকা। তার মেন্টর হিসেবে থাকবেন রেজাউর রহমান খান (পিপলু আর খান)। প্রামাণ্যচিত্র ‘লোকনাট্য প্রসঙ্গ ও ধামের গান’-এর জন্য প্রযোজক ও পরিচালক হিসেবে বিপ্লব কুমার পাল বিপু পাচ্ছেন ১৮ লাখ টাকা। তার মেন্টর হিসেবে থাকছেন রেজাউর রহমান খান (পিপলু আর খান)। প্রযোজক ও পরিচালক হিসেবে প্রামাণ্যচিত্র ‘জল তরঙ্গের গান’ ছবির জন্য তাহরিমা খান পাবেন ১৮ লাখ টাকা। তার মেন্টর রেজাউর রহমান খান (পিপলু আর খান)।

‘অ্যাথলেট সুলতানা কামাল’ স্বল্পদৈর্ঘ্যের জন্য সাধারণ শাখায় নেহরিন মোস্তফা পাচ্ছেন ২০ লাখ টাকা। এটি পরিচালনা করবেন মো. রিয়াজুল হক। তার মেন্টর অমিতাভ রেজা চৌধুরী। ‘বাকিটা ইতিহাস’-এর জন্য শুভ কুমার পাল পাবেন ২০ লাখ টাকা। তার মেন্টর অমিতাভ রেজা চৌধুরী। ‘বামাদেশ’-এর জন্য প্রযোজক ও পরিচালক হিসেবে রাওয়ান সায়েমা পাচ্ছেন ২০ লাখ টাকা। তারও মেন্টর অমিতাভ রেজা চৌধুরী।

পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য ছবিগুলো নির্মাণের ক্ষেত্রে প্রযোজকদের ২৮ এবং ২৯টি করে শর্ত মেনে চলতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, অনুদানের ছবিগুলো অনুদানের প্রথম চেক প্রাপ্তির ৯ মাসের মধ্যে নির্মাণ করতে হবে। অনুদানের অর্থ ৩ কিস্তিতে পরিশোধ করা হবে। পরিচালক, শিল্পী, কলাকুশলী থেকে শুরু ছবির কোন প্রকার পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। এছাড়া এবারের অনুদান প্রাপ্ত ছবিগুলো কমপক্ষে ২০টি সিনেমা হলে মুক্তি দিতে হবে।

সারাবাংলা/এজেডএস

২০২১-২২ অর্থ বছরে চলচ্চিত্রে অনুদান অপু বিশ্বাস চলচ্চিত্রে অনুদান টপ নিউজ মাসুদ হাসান উজ্জ্বল শাকিব খান সারা যাকের

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর