Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমা হলে ধুঁকছে অক্ষয়ের ৩০০ কোটির ‘সম্রাট পৃথ্বীরাজ’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ জুন ২০২২ ১৫:৫৪ | আপডেট: ১১ জুন ২০২২ ১৫:৫৮

বক্স অফিসে বেহাল দশা অক্ষয় কুমারের ‘সম্রাট পৃথ্বীরাজ’। জানা গেছে সাত দিনে এই ছবির কালেকশন দাঁড়িয়েছে মাত্র ৫৫ কোটি রূপি। ট্রেড অ্যানালিস্টরা বলছেন, দর্শকরা এই ছবিকে ‘রিজেক্ট’ করেছে। ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর এমন করুণ পরিণতি দেখে স্তম্ভিত বক্স অফিস বিশেষজ্ঞরাও।

কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’ যখন রমরমিয়ে চলছে, তখনই দর্শক মনে দাগ কাটতে ব্যর্থ অক্ষয়ের এই ছবি। টুইট বার্তায় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ লেখেন, ‘সম্রাট পৃথ্বীরাজকে অস্বীকার করেছে দর্শক… একদিকে ভারি বাজেটের বোঝা, অন্যদিকে দুর্বল ছবি- ইন্ডাস্ট্রি স্তম্ভিত এই ফলাফলে’।

বিজ্ঞাপন
এই ছবির সঙ্গেই বলিউড সফর শুরু হয়েছে বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারের

এই ছবির সঙ্গেই বলিউড সফর শুরু হয়েছে বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারের

ছবিতে মধ্যযুগীয় রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। এই ছবির সঙ্গেই বলিউড সফর শুরু হয়েছে বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারের। রাজকুমারী সংযুক্তার ভূমিকায় ছবিতে রয়েছেন মানুষী। এছাড়াও সোনু সুদ, সঞ্জয় দত্ত, আশুতোষ রাণার মতো অভিনেতারা রয়েছেন এই ছবিতে। কিন্তু দুর্বল চিত্রনাট্যের জেরে পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর এই ছবি দর্শক মনে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে। ভারতের একাধিক রাজ্যে করমুক্ত হওয়া সত্ত্বেও এই ছবির কালেকশন বাড়েনি। সব মিলিয়ে হতাশাজনক রেজাল্ট এই ছবির।

সারাবাংলা/এএসজি

অক্ষয় কুমার সম্রাট পৃথ্বীরাজ সুপার ফ্লপ অক্ষয়ের ৩০০ কোটির ‘সম্রাট পৃথ্বীরাজ’

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর