Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হার্ট অ্যাটাক হয়েছে হায়দার হোসেনের

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২২ ১৬:১৩

‘৩০ বছর’, ‘আমি ফাইসা গেছি’, ‘আমি সরকারি অফিসার’ এমন কিছু ব্যতিক্রমধর্মী ও জনপ্রিয় গানের গায়ক ও সুরকার হায়দার হোসেন। তার মঙ্গলবার (৭ জুন) সকালে হাট অ্যাটার্ক হয়েছে। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন হায়দার হোসেনের স্ত্রী নুসরাত জাহান। বুধবার (৮ জুন) দুপুরে তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) সকালের দিকে ওনার শরীরটা খারাপ হয়ে গেলে হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পর ডাক্তাররা জানান ওনার সিভার হার্ট অ্যাটাক হয়েছে। আজকে এখন তার এনজিওগ্রাম করা হচ্ছে। এরপর তার হার্টে একটা রিং পরানো হবে।’

বিজ্ঞাপন

তিনি জানান, হায়দার হোসেনের এর আগে ২০১৬ সালে একবার হার্ট অ্যাটাক হয়েছিল এবং দুটি ব্লক ধরা পড়েছিল। তখন আমেরিকার একটি হাসপাতালে তার হার্টে দুটি রিং পরানো হয়। এবার নতুন করে একটি ব্লক ধরা পড়েছে।

নুসরাত জাহান বলেন, ‘তার অবস্থা একটু ক্রিটিক্যাল। দেশের সবার কাছে আপনাদের মাধ্যমে ওনার জন্য দোয়া চাই।’

হায়দার হোসেন ৯ অক্টোবর ১৯৬৩ সালে ঢাকার বেগমবাজার এলাকায় জন্মগ্রহণ করেন। গান গাওয়ার পাশাপাশি তিনি একজন গীতিকার, সুরকার ও গিটারিস্ট। তিনি বিমান বাহিনীতে প্রকৌশলী হিসেবে দীর্ঘদিন চাকরি করেছেন। ১৯৭৯ সালের দিকে তিনি সংগীত পেশার সঙ্গে যুক্ত হন। তিনি সুরকার আলম খান ও পপ সম্রাট আজম খানের সঙ্গে কাজ করেছেন।

সারাবাংলা/এজেডএস

হায়দার হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর