Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাম্বুলেন্স চালক মেহজাবীন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২২ ১৭:২৬

এ প্রজন্মের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় নিয়ে ক্যারিয়ারে শুরুতে সমালোচকদের তীব্র সমালোচনার মুখে পড়লেও পিছপা হননি। নিজেকে গড়েছেন একের পর এক। অভিনয়ে আশ্চর্য রকমের উন্নতি করেছেন। শহুরে মেয়ে, গ্রামের মেয়ে, ডাক্তার, শিক্ষিকা, কাজের মেয়ে সব ধরনের চরিত্রেই অভিনয় করছেন তিনি। এবার তিনি অভিনয় করলেন একজন অ্যাম্বুলেন্স চালকের চরিত্রে।

সোমবার (৬ জুন) নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করেছেন মেহজাবীন। যেখানে তাকে অ্যাম্বুলেন্স চালাতে দেখা যাচ্ছে। এতে দেখা যায়, তার অ্যাম্বুলেন্সের সামনে এক বাইক চালক এসেছে ঝগড়া লাগিয়ে দেয়। নারী চালক হিসেবে তাকে নানাভাবে হেনেস্থার চেষ্টা করে। তবে মেহজাবীনের সঙ্গে তর্কে না পেরে চলে যেতে বাধ্য হয় বাইক চালক।

বিজ্ঞাপন

নাম না জানা নাটকটির পরিচালক অনন্য ইমন। ভিডিও শেয়ার করে মেহজাবীন লেখেন, ‘মাঝে মাঝে ভাবি অন্য পেশায় থাকলে কি জীবনে এত ধরনের অভিজ্ঞতা নেয়ার সৌভাগ্য হতো? খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারব কি না! কারণ, গাড়ি ড্রাইভ করলেও আগে কখনো মাইক্রো ড্রাইভ করিনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম। নতুন গল্প, নতুন চরিত্র, আশা করি ভালো লাগবে। আসছে ঈদে।’

মাঝে দেশের বাইরে ঘুরতে গিয়েছিলেন মেহজাবীন। ৩৮ দিন ঘুরেছেন তুরস্কসহ বেশ কিছু দেশে। অবকাশ যাপন শেষে শুটিংয়ে ফিরে লিখেন, ক্যামেরার সামনে দাঁড়াতে তার নার্ভাস লাগছে।

সারাবাংলা/এজেডএস

অ্যাম্বুলেন্স চালক ঈদ নাটক মেহজাবীন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর