গল্প চুরির অভিযোগ, আইনি বিপাকে অনীক দত্তর ‘অপরাজিত’
৬ জুন ২০২২ ১৭:০১
সদ্য মুক্তি পেয়েছে অনীক দত্তর ‘অপরাজিত’। ১৯৫৫ সালে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে ‘পথের পাঁচালি’ নামক যে ‘মাস্টারপিস’ তৈরি করেছিলেন সত্যজিৎ রায়, তার নেপথ্যে কতটা স্ট্রাগল ছিল? সেই গল্পই ২০২২ সালে এসে পর্দায় তুলে ধরেছেন অনীক দত্ত। একই ঘটনার যেন পুনরাবৃত্তি। আগের দিন রাতে দেখে আসা বড় বড় কাশফুল, পরের দিন সকালে ভ্যানিস। কারণ, সারা রাতব্যাপী নিরবিচ্ছিন্ন বৃষ্টি। কিছুটা কাকতালীয় মনে হলেও, এমনটাই ঘটেছিল ‘অপরাজিত’র শ্যুটিংয়ের সময়। নানা বাধা পেরিয়ে অবশেষে ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এছবি। ক্রমে বেড়েছে শো সংখ্যা, বাঙালির মুখে মুখে ফিরছে এই ছবির নাম। কিন্তু এই ছবির বিরুদ্ধেই গল্প চুরির অভিযোগ উঠল।
শনিবার (৬ জুন) ‘অপরাজিত’র নামে প্লট হাইজ্যাকের অভিযোগ তুলেছিলেন কুণাল ঘোষ। এবার শুরু হয়ে গেল আইনি যুদ্ধ। ‘অপরাজিত’র প্রযোজকদের আইনি নোটিস পাঠিয়েছে ‘সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস’ নামের একটি নির্মাতা প্রতিষ্ঠান। ভারতীয় মুদ্রায় ৫০ লক্ষ রূপির ক্ষতিপূরণও চাওয়া হয়েছে।
'অপরাজিত' ছবিটি কি মৌলিক ভাবনা?
2012 -তে নথিভুক্ত পথের পাঁচালি তৈরির ছবিটির শুটিং চলছে। নানা কারণে দেরি। এক থিমে ছবি। জেনে নাকি না জেনে? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা? তাঁদের ছবির কাজ চলছে। সেই ছবিটিও মুক্তি পাবে।
টলিউড, থিম কি হাইজ্যাকড হল? তদন্ত হোক। pic.twitter.com/0YJXrHTEgF— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 4, 2022
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে অনুযায়ী, ‘সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস’ প্রযোজনা সংস্থার দাবি তাদের ‘পথের পাচালী’ বানানোর জার্নি নিয়ে ছবি বানানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ২০১২ সাল থেকেই। আর ওই ভাবনা ‘হাইজ্যাক’ করেই নিজের ছবি বানিয়েছেন অনীক দত্ত। যা মুক্তি পাওয়ার পর প্রবল ক্ষতির মুখে পড়তে হয়েছে ‘সাধু ব্রাদার্স’-এর।
এদিকে যে নোটিস পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে, অনীক দত্ত বা ‘অপরাজিত’র প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ছবির কোথাও ‘সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস’-এর কাছে ঋণ স্বীকার করা হয়নি। অথচ এই ভাবনাকে কেন্দ্র করে প্রথম সিনেমা তৈরির পরিকল্পনা তাদেরই মাথায় এসেছিল। এমনকী, এটাও দাবি করা হয়েছে যে ‘বিষয় পথের পাঁচালি’র গল্প অনেককেই শোনানো হয়েছিল ২০১২ সালে প্রযোজক খোঁজার সময়। আর সেই তালিকায় ছিল অপরাজিত’র প্রযোজক ফেরদৌসুল হাসানও!
প্রসঙ্গত, কুণাল ঘোষ টুইট করেছিলেন, ‘২০১২ সালে নথিভুক্ত ‘পথের পাঁচালী’ তৈরির ছবিটির শুটিং চলছে। নানা কারণে দেরি। এক থিমে ছবি। জেনে নাকি না জেনে? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা? তাদের ছবির কাজ চলছে। সেই ছবিটিও মুক্তি পাবে। টলিউড, থিম কি হাইজ্যাকড হল? তদন্ত হোক।’
সারাবাংলা/এএসজি
অনীক দত্ত অনীক দত্তর ‘অপরাজিত’ অপরাজিত গল্প চুরির অভিযোগ- আইনি বিপাকে অনীক দত্তর ‘অপরাজিত’