Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ছবিতে আসাদুজ্জামান নূর

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ১৭:২৩

বাংলাদেশের নাটক, মঞ্চ ও চলচ্চিত্রে কিংবদন্তি নাম আসাদুজ্জামান নূর। বিটিভির নাটক ‘এই সব দিনরাত্রি’র শফিক কিংবা ‘অয়োময়’-এর ছোট মির্জা চরিত্রে অভিনয় করে লাখো দর্শক-শ্রোতার প্রশংসা ও ভালোবাসা পেয়েছেন। তবে কিংবদন্তি হয়ে আছেন ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে। হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’-তে তার অভিনয় আজও দর্শকদের মনে দাগ কাটে।

আসাদুজ্জামান নূর সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সরকারি অনুদানের ‘চাঁদের অমবস্যা’ পরিচালনা করেছেন জাহির রহিম অঞ্জন।

বিজ্ঞাপন

ছবিটির চিত্রনাট্য লিখেছেন জাহিদুর রহম অঞ্জন। ‘চাঁদের অমাবস্যা’ চলচ্চিত্রটি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। সামনেই উপন্যাসটি প্রকাশের ১০০ বছর পূর্তি হবে। মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের নদীর চারপাশের মনোরম কিছু লোকেশনে এ চলচ্চিত্রের শুটিং হয়েছে।

এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, তনয়, দিপান্বিতা মার্টিন, শাহানাজ সুমিসহ বেশ ক’জন জনপ্রিয় শিল্পী। আছেন আরও ক’জন শিশুশিল্পী ও স্কুলের শিক্ষক।

জানা গেছে, ছবিটির শুটিং শেষ এরইমধ্যে শেষ হয়েছে। বর্তমানে ডাবিং ও সাউন্ডের কাজ চলছে।

সারাবাংলা/এজেডএস

আসাদুজ্জামান নূর চাঁদের অমবস্যা সৈয়দ ওয়ালীউল্লাহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর