নতুন মৌলিক গানে বেশ সাড়া পাচ্ছেন অনুপমা মুক্তি
২৯ মে ২০২২ ১৭:০০ | আপডেট: ২৯ মে ২০২২ ১৭:০২
সংগীতশিল্পী অনুপমা মুক্তি- মিষ্টি সুরেলা কণ্ঠ দিয়েই নিজের আলাদা এক বৈশিষ্ট্য যেমন তৈরী করেছেন। ঠিক তেমনি তিনি তার ভক্ত শ্রোতাও তৈরী করেছেন। খুব সহজে বলতে গেলে বলা যায়, বাংলাদেশ ও ভারতের পুরোনো দিনের বাংলা গান এই সময়ের কোন শিল্পীর কন্ঠে যদি বেশি শোভা পেয়ে থাকে তবে মুক্তি তাদের মধ্যে অন্যতম একজন। আর নিজের মৌলিক গানতো রয়েছেই।
অন্য শিল্পীর গান গাইবার পাশাপাশি মুক্তি নিজের মৌলিক গান প্রকাশেও ভীষণ মনোযোগী। মে মাসের তৃতীয় সপ্তাহেই একে একে প্রকাশিত হলো মুক্তির নতুন দু’টি মৌলিক গান। একটি ‘বৃষ্টির স্পর্শ’ ও অন্যটি ‘এই মন’। বৃষ্টির স্পর্শ’ গানটি লিখেছেন রূপা মাহমুদ, সুর সঙ্গীত করেছেন বিনোদ রায়। ‘এই মন’ গানটি লিখেছেন আফরিন জেসিকা, সুর সঙ্গীত করেছেন শান। এতে মুক্তির সঙ্গে গেয়েছেনও শান। মুক্তি জানান দু’টি গানই ইউটিউবে প্রকাশিত আছে। আবার ‘এই মন’ গানটির তার সলো ভার্সনও শিগগিরই প্রকাশ পাবে।
দু’টি গানের মধ্যে ভালো কোন গানটি? এমন প্রশ্নের জবাবে অনুপমা মুক্তি বলেন, “দুটো গানই আসলে ভালো। দুটো দুই রকমের গান। বৃষ্টির স্পর্শ গতানুগতিক গানের বাইরে একটি গান। খুবই অন্যরকম একটি গান, আবেগী করে তুলবে। আবার ‘এই মন’ গানটি বেশ রোমান্টিক ঘরানার একটি গান। মেলোডিয়াস গান। যে গান শুনলে প্রেম প্রেম ভাব চলে আসে। দু’টি গানের জন্যই আমি বেশ সাড়া পাচ্ছি।”
এদিকে এরইমধ্যে অনুপমা মুক্তি রায়হান মুজিবের ‘প্রিয় বান্ধবী’ সিনেমায় আশিক বন্ধু’র লেখা ও আলমগীরের সুর সঙ্গীতে একটি নতুন গান গেয়েছেন। গানটির কথা হলো ‘আজ খুশির এ লগনে সবাই মিলে নাচে গানে, তুলে দেবো হাসি মুখে প্রাণের সখিরে’। একই সিনেমায় এর আগে রুনা লায়লা’র গাওয়া একটি গান নতুন গেয়েছিলেন তিনি। কয়েকদিনের মধ্যে একই সিনেমার জন্য আরো একটি নতুন গান গাইবেন তিনি।
সারাবাংলা/এএসজি