Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুইঙ্কেল চান করণ জোহর নিষিদ্ধ হোক!

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২২ ০৯:৫০ | আপডেট: ২৮ মে ২০২২ ১০:৫৬

বলিউডের জনপ্রিয় ও প্রভাবশালী পরিচালক-প্রযোজক করণ জোহরের ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি ছিল গত ২৫ মে। এ উপলক্ষে বিশাল এক পার্টির আয়োজন করেছিলেন করণ। যাতে মোটামুটি পুরো বলিউডই অংশ নিয়েছিল। ঐশ্বরিয়া, প্রীতি জিন্টা, রানি মুখোপাধ্যায় ও করিনা কাপুরে সঙ্গে সে পার্টিতে উপস্থিত ছিলেন টুইঙ্কেল খান্নাও। সাদা জ্যাকেট ও স্কার্টে দেখা গিয়েছিল টুইঙ্কেলকে। কিন্তু পার্টি থেকে ফিরেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করে বসলেন টুইঙ্কল। স্পষ্ট জানালেন, করণকে নিষিদ্ধ করা হোক!

বিজ্ঞাপন

তা হঠাৎ করণকে নিষিদ্ধ করার ডাক দিলেন কেন টুইঙ্কেল?

করণের পার্টি নিয়ে এর আগেও বিতর্ক উঠেছে। বলিউড সেলিব্রিটিদের সঙ্গে যে মাদকযোগ রয়েছে তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল করণের পার্টি থেকেই। তবে সেই বিতর্ক এখন থেমেছে। তবুও করণ পার্টি দিলেই সবার নজর থাকে করণের দিকেই। এবারও তেমনি ঘটল। আর সেই বিতর্কে বারুদ ফেললেন টুইঙ্কেলখান্না।

টুইঙ্কেল সম্প্রতি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, অফিসে একেবারে ঘুমন্ত অবস্থায় বসে আছেন টুইঙ্কেল। চোখ খুলতেই যেন পারচ্ছেন না। চোখে-মুখে তার প্রচণ্ড ক্লান্তি! আর এই অবস্থার জন্য করণ জোহরকেই দোষ দিলেন টুইঙ্কেল। আর সেই কারণেই করণ জোহরকে নিষিদ্ধ করার ঘোষণা করলেন টুইঙ্কেল।

টুইঙ্কেল যে দারুণ রসিকতা করতে পারেন তা আগেও প্রমাণিত। কফি উইথ করণে এসে করণ জোহরের একের পর এক প্রশ্নে ছক্কা হাঁকিয়ে ছিলেন টুইঙ্কেল। এমনকি, টুইঙ্কলের লেখা গল্পের বইতেও সেই রসবোধের ইঙ্গিত রয়েছে।

বলিউডের পর্দা থেকে একেবারে গায়েব টুইঙ্কেল খান্না। ২০০১ সালে ‘লাভ কে লিয়ে কুছভি করেগা’ ছবিতেই শেষবার দেখা গিয়েছিল তাকে। তারপর হুট করে অক্ষয় কুমারকে বিয়ে করে ফেললেন টুইঙ্কেল। সংসারে দিলেন মন। দুই সন্তানকে নিয়ে দিব্যি আছেন অক্ষয় ঘরণি টুইঙ্কেল।

ঠিক এই সময়টাই টুইঙ্কেল হয়ে উঠলেন লেখিকা। একের পর এক লিখতে শুরু করলেন গল্প। তবে শুধু গল্পই নয়, এক সংবাদপত্রের জন্য নিয়মিত কলমও ধরেন টুইঙ্কেল। তবে নতুন খবর হল ১১ বছর পর ফের সিনেমার পর্দায় ফিরতে চলেছেন টুইঙ্কল খান্না। তার লেখা গল্পেই তৈরি এই ছবির চিত্রনাট্য।

সারাবাংলা/এজেডএস

করণ জোহর টুইঙ্কেল খান্না নিষিদ্ধ মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর