Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলাচ্ছে বিটিভি


১৯ এপ্রিল ২০১৮ ১১:৫২ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ১১:৫৮

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট  ।।

বাংলাদেশ টেলিভিশনকে আধুনিক করতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। কেন্দ্রিয় সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটালাইজেশন ও অটোমেশন’ শীর্ষক প্রকল্পের অধীনে অত্যাধুনিক যন্ত্রপাতির পাশাপাশি বিটিভি’তে নতুন জনবলও নিয়োগ করা হবে।

সম্প্রতি পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ লক্ষ্যে বিরাশি কোটি বিরাশি লাখ টাকা অনুমোদন করা হয়েছে। যার কাজ শুরু হবে চলতি এপ্রিল মাস থেকে। প্রকল্পের কাজ চলবে জুন ২০২০ পর্যন্ত।

বাংলাদেশ টেলিভিশন প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। প্রতিষ্ঠার ৫৪ বছর পেরিয়ে গেলেও বিটিভি’র যন্ত্রপাতি রয়ে গেছে সেই পুরনো ম্যানুয়াল পদ্ধতির। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) সারা পৃথিবীতে ডিজিটালাইজেশনের নতুন মাত্রা নির্ধারণ করে দিয়েছে।

বাংলাদেশ আইটিইউ’র সদস্য হওয়ায় সংগঠনের শর্ত মেনে ডিজিটালাইজেশন আর অটোমোশন করতেই হবে। তাছাড়া বিটিভির আধুনিকায়ন এখন সময়েরও দাবি।

প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে সর্বাধুনিক পদ্ধতিতে অনুষ্ঠান ও সংবাদ পরিবেশন করতে পারবে বিশ্বের প্রথম বাংলা টেলিভিশন ‘বিটিভি’।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর