Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অমানুষ’ আসছে ১৭ জুন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২২ ১৫:২১

অনন্য মামুনের পরিচালনায় নির্মিত হয়েছে ‘অমানুষ’। ১৪ বছরের দুই পুরানো বন্ধু মিথিলা ও নিরব অভিনয় করেছেন এতে। এ ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজী নওশাবা। ছবিটি আগামী ১৭ জুন মুক্তি পেতে যাচ্ছে।

নিরব বলেন, গেল ঈদুল ফিতরের সিনেমা দিয়ে দর্শক আবারও সিনেমা দেখতে শুরু করেছে। এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য ইতিবাচক। এই ধারা অব্যাহত থাকলে সিনেমার হারানো সুদিন ফেরাতে আর বেশি দিন লাগবে না। সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছি। জঙ্গলে শুটিং করেছি প্রতিকূল পরিবেশে। কাজটি করতে আমাদের চেষ্টার কমতি ছিল না। আশা করি, দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।

বিজ্ঞাপন

ছবিটির প্রথম অংশের শুটিং হয়েছিলো গত বছরের ১ এপ্রিল থেকে। তবে করোনার কারণে লকডাউন শুরু হলে অল্প কদিনের কাজ বাকি রেখে শুটিং বন্ধ করে দিতে হয়েছিলো। আগে পরে মিলে মোট ২৩ দিনে পুরো ছবির শুটিং শেষ হয়।

থ্রিলার গল্পের ছবি ‘অমানুষ’। যে গল্পে ভালো মানুষের মন্দ হয়ে যাওয়া কথা বলা হবে। এতে নিরব ও নওশাবা দুজনকে ডাকাতের ভূমিকায় দেখা যাবে। পরিচালক মামুনের গল্পে ছবির সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ।

মিথিলা, নিরব ও নওশাবা ব্যতীত ছবিটিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু।

সারাবাংলা/এজেডএস

অমানুষ নওশাবা নিরব মিথিলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর