Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ বছর পর আবার

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২২ ১৮:৪০

জাকিয়া বারি মম ও ইমন দুজনেই বাংলাদেশের অভিনয় জগতের জনপ্রিয় তারকা। দুজন একসঙ্গে তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করেছিলেন। তাও সেটা ২০০৭ সালে। এরপর তাদের দুজনকে আর একসঙ্গে কোন ছবিতে দেখা যায়নি। ঠিক ১৫ বছর পর তাদের একসঙ্গে দেখা যাবে অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’-এ।

ইমন বলেন, মমর সঙ্গে আমাদের আগের ছবিটি দর্শক অনেক পছন্দ করেছিল। আশা করছি এ ছবিটিও সবার ভালো লাগবে। দারুণ একটি গল্পে ও অন্যরকম চরিত্রে আমাদের দেখা যাবে।

বিজ্ঞাপন

ছবিটি মুক্তি পাবে আগামী ৩ জুন। ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার অসাধারণ সাইকোলজিকাল থ্রিলার গল্প নিয়ে চলচিত্রটি নির্মিত হয়েছে। মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় চলচ্চিত্রটির চিত্রনাট্য, পরিচালনা ও সঙ্গীত রচনা করেছেন অঞ্জন আইচ।

দীর্ঘ ১৩ বছরের নাট্য পরিচালনায় প্রায় আড়াই শতাধিক এর উপরে নাটক নির্মাণ করে যেমন নাট্য পরিচালনার শীর্ষে রয়েছেন অঞ্জন আইচ তেমনি এই প্রথম চলচিত্র নির্মাণের মাদ্ধমে ইতিমধ্যে দর্শকদের ভিতর আকাশচুম্বী আগ্রহের সৃষ্টি হয়েছে ‘আগামীকাল’ চলচিত্রের মুক্তির ব্যাপারে।

সারাবাংলা/এজেডএস

আগামীকাল ইমন মম

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর