Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিয়াম-পূজার ‘শান’ যাচ্ছে ফ্রান্সে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ মে ২০২২ ১৮:৩২ | আপডেট: ২৫ মে ২০২২ ১৮:৪০

গত ইদে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযোগে মুক্তি পেয়েছিল সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত বহুল প্রতিক্ষিত ছবি ‘শান’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার এই ছবিটি মুক্তির পরই দর্শক নন্দিত হয়। এবার ‘শান’ মুক্তি পাচ্ছে ফ্রান্সে। শুক্রবার (২৭ মে) থেকে ফ্রান্সের প্যারিস শহরের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে ছবিটি প্রদশির্ত হবে। সেখানে ছবিটি ডিস্ট্রিবিউশন করছে দেসি এন্টারটেইনমেন্ট।

বিজ্ঞাপন
ত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার এই ছবিটি মুক্তির পরই দর্শক নন্দিত হয়

ত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার এই ছবিটি মুক্তির পরই দর্শক নন্দিত হয়

‘শান’-এর ফ্রান্সে মুক্তি পাওয়া প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন, ‘আমরা আপাতত প্যারিস শহরতলীর দুটি থিয়েটারে ছবিটি মুক্তি দিচ্ছি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের রেসপন্স বাড়লে পরবর্তীতে শো আরও বাড়ানো হবে।’

বিজ্ঞাপন

এম রাহিম পরিচালিত ‘শান’-এ মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন পূজা চেরি। ইদুল ফিতরে বাংলাদেশের সব বড় বড় হলে মুক্তি পায় ছবিটি। ফ্রান্সে ছবিটির মুক্তি নিশ্চিত করে পরিচালক এম রাহিম বলেন, ‘ইদে দর্শক টেনেছে ছবিটি। আমরা চাই ছবিটি প্রবাসী বাংলাদেশীরাও দেখার সুযোগ পাক। এবার ফ্যান্সে ছবিটি মুক্তি দিচ্ছে দেসি এন্টারটেইনমেন্ট। বাংলা সিনেমা বিদেশে মুক্তি দিতে তাদের এগিয়ে আসার উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি ছবিটি ফ্যান্সের দর্শকরাও হলে এসে দেখবেন।’

সিয়াম-পূজা ছাড়াও ‘শান’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।

সারাবাংলা/এএসজি

পূজা চেরি শান সিয়াম আহমেদ সিয়াম-পূজা সিয়াম-পূজার ‘শান’ সিয়াম-পূজার ‘শান’ যাচ্ছে ফ্রান্সে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর