Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটি দুর্ঘটনা, তারপর কি?

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২২ ১৭:০৪

বাংলাদেশে বিশাল এক জনগোষ্ঠী আছে যারা ইরানি সিনেমার ভক্ত। তারা নানা উৎস থেকে তা সংগ্রহ করে দেখে। তাদের কথা ভেবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি মুক্তি দিচ্ছে ইরানি সিনেমা ‘হাইলাইট’।

বৃহস্পতিবার (২৬ মে) ৮টায় এটি মুক্তি পাবে। আসগার নাইমী পরিচালিত ৮০ মিনিটের এই সিনেমাটি এবার বাংলা ভাষায় দেখতে পারবে দর্শক।

একটি দুর্ঘটনায় আহত হয় নাসরিন ও কৌরশ নামে দুইজন। আর এরপরই জানা যায় তাদের এই সফরের ব্যাপারে কেউ কিছুই জানত না, এমনকি তাদের স্বামী-স্ত্রীরাও। আর এরপর থেকেই ডানা বাঁধতে থাকে নানা রহস্যের। ঘটনার প্রেক্ষিতে ঘটনা ঘটতে থাকে। সবার মনে নানা রকম প্রশ্নও উঠতে থাকে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘হাইলাইট’।

পেজমেন বাজেঘী, আজেদেহ জারেই, স্যাম ঘারিবিয়ানসহ আরও অনেক অভিনয় শিল্পীর দেখা মিলবে এই সিনেমায়।

‘হাইলাইট’ ফ্যামিলি-ড্রামা ঘরানার ছবি। অ্যাকশন, ড্রামা, ইমোশন সব আছে এই এক সিনেমায়। সিনেমাটি দর্শক উপভোগ করতে পারবে পরিবার নিয়ে।

ইরানি চলচ্চিত্র ‘হাইলাইট’ ২০১৮ সালে মুক্তি পর বেশ আলোচনায় এসেছিল। চরকিতে শুধু ‘হাইলাইট’-ই নয়; সময় নিয়ে দেখে ফেলতে পারেন বাংলায় ডাব করা পিগ জেনে, জিরো ফ্লোর, মিরাকেল ইন সেল নং ৭ এর মতো ইরানি, টার্কিশসহ ভিনদেশী ভাষার দুর্দান্ত সব সিনেমাগুলো।

সারাবাংলা/এজেডএস

ইরানি সিনেমা ওটিটি চরকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর