Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিলয়-অহনার তাফালিং

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২২ ২০:১১

বর্তমান সময়ে টেলিভিশন ও ইউটিউবের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমীর। একের পর এক হিট নাটক দর্শদের উপহার দিয়ে যাচ্ছেন তিনি। লেজার ভিশনের প্রযোজনায় ‘বেশরম’ নাটকের ব্যাপক জনপ্রিয় হওয়ার পরে আবার নিলয়ের নতুন নাটক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ‘তাফালিং’ শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। নাটকটি লিখেছেন ফেরারী ফরহাদ। এতে নিলয়ের বিপরীতে রয়েছেন অহনা রহমান।

পুরানো ঢাকার ভাষায় রোমান্টিক, কমেডি, পারিবারিক গল্পের আবহে নাটকটি নির্মিত হয়েছে। এতে নিলয় ও অহনা ছাড়াও অভিনয় করেছেন রত্না খান, এইচ কে স্বাধীন, আনোয়ার হোসাইন, ইমরান হোসেন আজান, এমরান হাসো। নাটকটির আবহ সঙ্গীত করেছেন এসকে অন্য। সম্পাদনা করেছেন আকাশ সরকার, কালার করেছেন টিডি দিপক, সাউন্ড ডিজাইন করেছেন রুবেল ।

বিজ্ঞাপন

ফেসবুকে একটি ছবি দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যকার মজার ঝগড়া নিয়ে নাটকটির কাহিনি এগিয়েছে। মিন্টু ও মনা স্বামী স্ত্রী হলেও একজন আরেকজনের পিছনে সারাদিন লেগেই থাকে। একজন আরেকজনের ছবি দিয়ে নানাভাবে পঁচায়। কিন্তু দিন শেষে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না।

সারাবাংলা/এজেডএস

অহনা তাফালিং নিলয়

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর