Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজরুলজয়ন্তীতে দুরন্ত টিভিতে নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ মে ২০২২ ১৯:৪০

নজরুলজয়ন্তী উপলক্ষে ‘উন্নত মম শির’ শিরোনামে বিশেষ নৃত্যানুষ্ঠান নির্মাণ করেছে দেশের শিশু-কিশোরদের জনপ্রিয় টিভি চ্যানেল দুরন্ত টেলিভিশন। নৃত্যশিল্পী অমিত চৌধুরীর নৃত্য পরিচালনায় এতে নৃত্য পরিবেশন করবে ‘সাধনা’র রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রুপ, আনুভা চৌধুরী, মধুরিমা রয়।

‘উন্নত মম শির’ অনুষ্ঠানটিতে দ্রোহ, প্রেম ও সাম্যের কবি নজরুল ইসলামের বিভিন্ন গান ও কবিতাকে এক সঙ্গে বিন্যস্ত করেছেন নৃত্য পরিচালক অমিত চৌধুরী। যেখানে ব্যবহৃত হয়েছে কবির জনপ্রিয় ও বিখ্যাত কিছু রচনা। যার মধ্যে আছে নজরুলের কবিতা- ‘বিদ্রোহী’ ও ‘নারী’, গান- ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘গঙ্গা সিন্ধু নর্মদা’, ‘শিউলি তলায় ভোর বেলা’, ‘রুমঝুম রুমঝুম’, ‘এলো ঐ বনান্তে পাগল বসন্ত’।

পার্থ প্রতিম হালদার পরিচালিত এই বিশেষ নৃত্যানুষ্ঠান প্রচারিত হবে ২৫ মে (বুধবার) সকাল ৮টায় ও বিকেল ৫টায়।

সারাবাংলা/এএসজি

দুরন্ত টিভি নজরুলজয়ন্তী নজরুলজয়ন্তীতে দুরন্ত টিভিতে নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’