Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্র শিমুতে মুগ্ধ গার্মেন্ট শ্রমিকরা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২২ ১৭:১৯

খুলনার মেয়ে রুনা আক্তার। ২২ বছর বয়সী এই নারী শ্রমিক কাজ করেন সাভারের একটি গার্মেন্টসে। অনান্য সহকর্মীর সাথে গত শুক্রবার (২০ মে) তিনিও এসেছিলেন রুবাইয়াত হোসেন পরিচালিত শিমু সিনেমা দেখতে। ছবিটি দেখে অনুভূতির কথা বলতে গিয়ে তিনি বলেন, ছবির শিমু যেন বাস্তবের রুনা নিজেই। যখন শুনেছে শ্রমিকনেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে শিমু সিনেমাটি। তখন তার বক্তব্য, ‘ডালিয়া আক্তাররা যে ত্যাগ স্বীকার করে পোশাকশ্রমিকদের জন্য যা করে গেছেন, তার সুফল ভোগ করছেন রুনারা’।

বিজ্ঞাপন

শুধু রুনা নয় আশুলিয়ার বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কাস সলিডারিটি (বিসিডাব্লিউ এস) এর কার্যালয়ে এবং জিরাবো নিশ্চিন্তপুর দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত পোশাকশ্রমিকই মুগ্ধ শিমু সিনেমা দেখে।

গার্মেন্ট শ্রমিকদের আরো কাছে চলচ্চিত্র শিমু নিয়ে যাওয়ার আয়োজন করে- ব্লাস্ট, ক্রিশ্চিয়ান এইড ও নারীপক্ষের সম্মিলিত মোর্চা সজাগ কোয়ালিশন। আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সজাগ কোয়ালিশনের নেতা ও নারীপক্ষের সদস্য মাহীন সুলতানা। এছাড়াও ছিলেন সংগঠনটির প্রকল্প পরিচালক রওশন আরা, সদস্য রীনা রায় ও ফেরদৌসী আক্তার এবং অ্যাডভোকেসি উপদেষ্টা মনসুর রহমান।

চলচ্চিত্র শিমু প্রদর্শনী প্রসঙ্গে সজাগ কোয়ালিশনের দলনেতা ও নারীপক্ষের সদস্য মাহীন সুলতানা বলেন, সজাগ কোয়ালিশনের এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক দিবসের অঙ্গীকার, নারী শ্রমিকের সমানাধিকার। আর নারী শ্রমিকের সমতার প্রশ্নে ছবিতে শিমু একজন সম্মুখযোদ্ধা। সেইজন্য সংগঠনটি চলচ্চিত্র শিমু প্রদর্শনীর আয়োজন করেছে। একই আয়োজনের অংশ হিসেবে আগামী ২৭ মে শুক্রবার বিকাল ৪টায় টঙ্গীর সাতাইশ স্কুলে প্রদর্শিত হবে চলচ্চিত্র শিমু।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ১১ মার্চ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় চলচ্চিত্র শিমু। আর ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় টরন্টো চলচ্চিত্র উৎসবে। এরপর ছবিটি প্রদর্শিত হয় বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সাতটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে চলচ্চিত্র শিমু। ফ্রান্স, ডেনমার্ক, কানাডা, ম্যাক্সিকো, জাপান, জার্মানি, তুরস্ক, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন ও পর্তুগালের বিভিন্ন সিনেমা হলে বাণিজ্যিকভাবে মুক্তি পায় ছবিটি।

বিজ্ঞাপন

রুবাইয়াত হোসেন পরিচালিত শিমু ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

সারাবাংলা/এজেডএস

গার্মেন্ট শ্রমিক মুগ্ধ রুবাইয়াত হোসেন শিমু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর