১ ডিসেম্বর বিগ রক ডে
২৭ নভেম্বর ২০১৭ ০৮:১১
বিনোদন প্রতিবেদক
দেশসেরা ব্যান্ডগুলোকে নিয়ে বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিগ রক ডে ২০১৭। অনুষ্ঠানটি আয়োজন করেছে ব্লুজ কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম বলেন, ‘রক মিউজিকের সোনালী দিনের স্মৃতি ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। ঢাকার সংগীতপ্রিয় তরুণদের কথা ভেবেই এই আয়োজন’।
বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ১ ডিসেম্বর অনুষ্টিত হবে বিগ রক ডে। এদিন মঞ্চে উঠবে ওয়ারফেজ, আর্টসেল, ভাইকিংস, নেমেসিস, আরভোভাইরাস, মেকানিক্স, শূন্য, পাওয়ার সার্জ। দেশসেরা এই ব্যান্ডগুলোর গান শুনতে শ্রোতাদেরকে গুণতে হবে ২০০ টাকা। অনুষ্ঠানের টিকিট পাওয়া যাচ্ছে ম্যাডসেফ, আল ফ্রেসো, ডোসা এক্সপ্রেস, তাবাকের আউটলেটগুলোতে। এছাড়া অনলাইনে jetechao.com এও টিকিট কেনা যাচ্ছে।