Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুরন্ত টিভিতে বুদ্ধ পূর্ণিমায় বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ মে ২০২২ ১৫:২৪ | আপডেট: ১৪ মে ২০২২ ১৬:০৪

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১ঘন্টার বিশেষ নাটক প্রচার করবে শিশু-কিশোরদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত’। শাওন কৈরি’র রচনা এবং তোফায়েল সরকার-এর পরিচালনায় নাটকটির নাম ‘হৈ হৈ হল্লা’। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ এবং শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছে যারার তাহের সোবহান, মানহা মেহজাবিন, আরিশা, পূর্ণ বড়ুয়া, সুমেধ চাকমা ও স্বৌজঃ সায়ন্তন।

বিজ্ঞাপন

নাটকের গল্পে দেখা যাবে- একটি বাড়ি, যেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন পরিবারের বসবাস। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সেখানে চলে উৎসবের আয়োজন। সেই আয়োজনে সবার দৃষ্টি এড়িয়ে অদ্ভুত এক লোক ঢুকে পড়ে বাড়িতে। সে চুরি করে বই আর খাবার, কথা বলে সাধু ভাষায়। লোকটিকে কেন্দ্র করে ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। নাটকে বৌদ্ধ ধর্মের পঞ্চশীলের ভাবটিও ফুটিয়ে তোলা হয়েছে।

‘হৈ হৈ হল্লা’ নাটকটি প্রচারিত হবে ১৫ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার বিশেষ আয়োজনে দুপুর ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

সারাবাংলা/এএসজি

দুরন্ত টিভি বুদ্ধ পূর্ণিমায় বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’