Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদের ৬ষ্ঠ দিন আরশ-তানিয়া বৃষ্টির ‘তুমি আমারই রবে’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ মে ২০২২ ২০:৩৩

ইদুল ফিতর উপলক্ষে নির্মিত হলো বিশেষ একক নাটক ‘তুমি আমারই রবে’। পথিক সাধন -এর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- আরশ খান, তানিয়া বৃষ্টি প্রমুখ।

‘তুমি আমারই রবে’ নাটকের গল্পে দেখা যাবে- অর্ণব যে বাড়িতে থাকে তার দ্বিতীয় তলায় থাকে ঐশী। একটা প্রাইভেট ইউনির্ভাসিটিতে পড়ালেখা করছে। প্রতিদিন অফিসে যাওয়ার পথে তাদের দু’জনের দেখা হয়। কিন্তু কোন কথা হয় না।

একদিন ঐশী নিজেই অর্ণবের সাথে কথা বলে। তাদের মধ্যে ভাব হয়ে যায়। জিতু এলাকার ক্ষমতাধর নেতার ছেলে। যার কাজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঐশীর পিছু নেওয়া। অর্ণবের সঙ্গে ঐশীর মেলামেশা সহ্য করতে পারে না সে। ক্ষমতার প্রভাবে অর্ণবের মাকে বাধ্য করে ছেলেকে নিয়ে এক রাতের মধ্যে এলাকা ছাড়তে। আর ঐশীর বাসায় বিয়ের প্রস্তাব দেয়। ঐশীর মতামত না নিয়েই বিয়ে দিতে রাজী হয়ে যায় তার ভাই। বিয়ের আগের দিন অনেকটা জোর করে জিতু ঐশীকে নিয়ে যায় শপিং করতে। রাস্তায় সবার সামনে জিতু জড়িয়ে ধরে ঐশীকে। নিজের সম্মান বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় ঐশী।

একক নাটক ‘তুমি আমারই রবে’ প্রচারিত হবে ইদের ৬ষ্ঠ দিন রাত ১০টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

সারাবাংলা/এএসজি

ইদের ৬ষ্ঠ দিন আরশ-তানিয়া বৃষ্টির ‘তুমি আমারই রবে’ একক নাটক মাছরাঙা টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর