Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদে তারকা নৃত্যশিল্পীদের নিয়ে হিরুর বিশেষ নৃত্যানুষ্ঠান

আশীষ সেনগুপ্ত
২৮ এপ্রিল ২০২২ ২১:১৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ১৭:১৮

বরাবরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে সেজেছে বিটিভির ইদের অনুষ্ঠানমালা। আর এই অনুষ্ঠানমালার মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকে নৃত্যানুষ্ঠান। এবার বিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নৃত্যে ছন্দে’। যার সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনা দিয়েছেন দেশের গুণী নৃত্যশিল্পী ও নৃত্যগুরু আনিসুল ইসলাম হিরু। এর মধ্যে একটি নৃত্যে তিনি জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকতউল্লাহর সঙ্গে জুটি গড়ে পারফর্মও করেছেন। এছাড়াও এই আয়োজনে পারফর্ম করেছেন সোহেল-শখ, লিখন-চাঁদনী, নাদিয়া-শাওন, সোহানা সাবা-তুষার, নিসা-আসাদ, প্রান্তিক-সিনথিয়া, কাজল ও গ্রুপ।

বিজ্ঞাপন

নৃত্যানুষ্ঠান প্রসঙ্গে আনিসুল ইসলাম হিরু সারাবাংলাকে জানলেন, ‘প্রতিবছরই ইদের আয়োজনে বাংলাদেশ টেলিভিশন একটা নাচের অনুষ্ঠান করে থাকে। এবারও তাই হচ্ছে। সচরাচর বিভিন্ন টিভি চ্যানেলের নাচের অনুষ্ঠানগুলিতে দেখা যায় মূল নৃত্যশিল্পী হিসেবে নাচ পরিবেশন করে থাকেন বিভিন্ন জনপ্রিয় তারকারা- যারা নাচই জানেন না। কিন্তু আমাদের এই আয়োজনে সেসব তারকারাই নাচ পরিবেশন করেছেন- যারা মূলত নৃত্যশিল্পী থেকেই মিডিয়াতে প্রতিষ্ঠা পেয়েছেন, তারকা হয়েছেন।’

বিটিভির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হিরু আরও বলেন, ‘এতজন তারকাশিল্পী নিয়ে এমন একটি আয়োজনের গুরুদায়িত্ব বিটিভি কতৃপক্ষ আমাকে দিয়েছে এবং আমার উপর যে আস্থা রেখেছে- সেটা আমার জন্য অনেক সম্মানের। বিশেষ করে বিটিভির প্রোগ্রাম ম্যানেজার ইমাম হোসেন, যিনি তার দিক থেকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। তারকা নির্বাচন থেকে শুরু করে সবকিছুতেই তিনি পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।’

বিজরী বরকতউল্লাহর সঙ্গে জুটি বেঁধে নাচ করা প্রসঙ্গে হিরু জানালেন, ‘বিজরীর সঙ্গে অনেকদিন আগে প্রচুর কাজ করেছি। ব্যস্ততার কারণে মাঝখানে দীর্ঘ একটা আমাদের একসঙ্গে নাচ করা হয়ে উঠেনি। তবে এবার ওর সঙ্গে নাচ করতে গিয়ে দেখলাম, ও এখনো সেই আগের মতোই নাচের প্রতি ভীষণ আন্তরিক। নির্ধারিত সময়ে রিহার্সালে আসা এবং প্রতিনিয়ত চর্চা চালিয়ে যাওয়ার ব্যাপারে খুবই সিরিয়াস ছিল। এটা আমাকে সত্যি মুগ্ধ করেছে।’

ইদের এই নৃত্যানুষ্ঠান ‘নৃত্যে ছন্দে’ প্রচারিত হবে ইদের অনুষ্ঠানমালায়।

সারাবাংলা/এএসজি

আনিসুল ইসলাম হিরু ইদে তারকা নৃত্যশিল্পীদের নিয়ে হিরুর বিশেষ নৃত্যানুষ্ঠান বিজরী বরকতউল্লাহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর