Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যানেল আইয়ের ইদ আয়োজনে ৭টি নতুন চলচ্চিত্র

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ এপ্রিল ২০২২ ১৮:৪০

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইদ সামনে। ইদ মানে আলো, ইদ মানে আনন্দ, ইদ মানে ঊৎসব। তাই অন্ধকার সরিয়ে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে ইদ। এ আনন্দেরও ভাগিদার চ্যানেল আই তার দর্শকদের সাথে হতে চায়। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য ওই দিনগুলোতে আমাদেরকে ঘরে থাকার প্রয়োজন। প্রতিবারের মতো এবারও ইদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপি সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭ নতুন চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো প্রচার হবে ইদেরদিন থেকে ইদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

বিজ্ঞাপন
ইদেরদিন থাকছে ‘লাল মোরগের ঝুঁটি’

ইদেরদিন থাকছে ‘লাল মোরগের ঝুঁটি’

ইদেরদিন থাকছে ‘লাল মোরগের ঝুঁটি’। চিত্রনাট্য ও পরিচালনায় নুরুল আলম আতিক। অভিনয়ে শিল্পী সরকার অপু, ইলোরা গরহর, জ্যোতিকা জ্যোতি, আহমেদ রুবেল, লায়লা হাসান, স্বাগতা, জয়রাজ, আশনা হাবিব ভাবনা, শাহজাহান সম্রাট, জোবায়েদ, দীপক সুমন, আশীষ খন্দকার, দিলরুবা দোয়েল প্রমুখ।

ইদে দেখানো হবে চলচ্চিত্র ‘ন’ ডরাই’

ইদে দেখানো হবে চলচ্চিত্র ‘ন’ ডরাই’

ইদের ২য় দিন দেখানো হবে চলচ্চিত্র ‘ন’ ডরাই’। কাহিনী ও চিত্রনাট্য- শ্যামল সেনগুপ্ত, পরিচালনায় তানিম রহমান অংশু। অভিনয়ে সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজ, সাঈদ বাবু, জোসেফাইন লিন্ডেগার্ড, ওয়াসিম সিতারা, ঠাকুর প্রসাদ, টমি হিন্ডলি, পেদ্রো প্রিন্সিপে, হিন্দোল রায়, নাসির উদ্দিন খান প্রমুখ।

‘গন্ডি’

‘গন্ডি’

ইদের ৩য় দিন রয়েছে ছবি ‘গন্ডি’। পরিচালনায় ফাখরুল আরেফীন খান। অভিনয়ে সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মোস্তফা, শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখাজি প্রমুখ।

‘ঢাকা ড্রিম’

‘ঢাকা ড্রিম’

ইদের ৪র্থ দিন প্রচার হবে ‘ঢাকা ড্রিম’। পরিচালনায় প্রসুন রহমান, অভিনয়ে ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মনিরা মিঠু, আরশ খান, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, পূর্ণিমা, বৃষ্টি, সুজাত শিমুল, সায়মা নিরা প্রমুখ।

‘ছিটমহল’

‘ছিটমহল’

ঈদের ৫ম দিন চলচ্চিত্র ‘ছিটমহল’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এইচ আর হাবিব। অভিনয়ে জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, সজল, শিমুল খান, অঞ্জলি সাথী, এ বি এম সোহেল রাশিদ, ডন হক, এইচ আর হাবিব, উজ্জল কবির হিমু প্রমুখ।

বিজ্ঞাপন
‘চন্দ্রাবতী কথা’

‘চন্দ্রাবতী কথা’

ঈদের ৬ষ্ঠ দিন রয়েছে ‘চন্দ্রাবতী কথা’। পরিচালনায় এন রাশেদ চৌধুরী। অভিনয়ে দিলরুবা হোসেন দোয়েল, জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।

‘বাপজানের বায়োস্কোপ’

‘বাপজানের বায়োস্কোপ’

ঈদের ৭ম দিন- চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’। কাহিনী ও চিত্রনাট্য. মাসুম রেজা। পরিচালনায় রিয়াজুল রিজু। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, শতাব্দী ওয়াদু প্রমুখ।

সারাবাংলা/এএসজি

চ্যানেল আইয়ের ইদ আয়োজনে ৭টি নতুন চলচ্চিত্র

বিজ্ঞাপন

ভ্যাট: বাজারে নতুন আরেক আতঙ্ক
১২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

দেশে এইচএমপিভি শনাক্ত
১২ জানুয়ারি ২০২৫ ১৬:১৯

রঙ্গ ভরা বিপিএল
১২ জানুয়ারি ২০২৫ ১৬:১৫

আরো

সম্পর্কিত খবর