Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো গলুইয়ের ‘তুই আমি দুই’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২২ ১৭:৩৯

এবারের ইদে মুক্তি পেতে যাচ্ছে এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’। সিনেমার ইউটিউব চ্যানেল ও ফেসবুকে উন্মুক্ত হয়েছে ছবির গান ‘তুই আমি দুই’। এস এ হক অলিকের লেখায় এই গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল। সুর সংগীত করেছেন ইমন সাহা।

এ গান নিয়ে বলতে গিয়ে নির্মাতা অলিক বলেন, ‘আমি সিনেমাটি নির্মাণ করতে গিয়ে কোনো আপোষ করিনি। গানের বেলায় দেশের সেরা তারকাদের বেছে নিয়েছি যারা দিনের পর দিন এদেশের সিনেমা ও গানের আঙিনাকে সমৃদ্ধ করেছেন। এস এই টুটুল তাদের অন্যতম একজন। এরইমধ্যে তার কণ্ঠে ‘তুই আমি দুই’ গানটি ভালো সাড়া পেয়েছে। এই গানটি সিনেমার গল্পের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ।’

বিজ্ঞাপন

এস আই টুটুল বলেন, ‘অনেকদিন পর আমাদের সুপারস্টার শাকিব খানের জন্য গাইলাম। আমাদের জুটি সবসময় পছন্দ করেছেন এ দেশের দর্শক-শ্রোতা। আশা করছি ‘গলুই’ সিনেমার এ গানটি নগরে বন্দরে সবখানে পৌঁছে যাবে।’

‘গলুই’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরী।

সারাবাংলা/এজেডএস

ঈদের ছবি গলুই তুই আমি দুই পূজা চেরী শাকিব খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর