Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহজাবীনের জন্মদিনে আদনান আল রাজীবের আবেগী শুভেচ্ছা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২২ ১৭:৫৪

জনপ্রিয় টিভি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের মধ্যে প্রেমের গুঞ্জন বেশ জোরালো। এ গুঞ্জন জোরালো হয় বছর দুয়েক আগে রাজধানীর একটি মার্কেটে দুজনের হাত ধরাধরি করে হাঁটার একটি ছবি ভাইরাল হয়। এছাড়া গত বছর মেহজাবীনের জন্মদিনে তাকে শুভেচ্ছা রাজীবের সঙ্গে একটি ছবি দিয়ে। তাছাড়া দুজনকে বিভিন্ন সময়ে বন্ধুদের আড্ডায় এক সঙ্গে যেতে দেখা গেছে। তাদের সে প্রেমের গুঞ্জন আবার নতুন করে সামনে এলো। মেহজাবীনের এবারের জন্মদিনে রাজীব তার সঙ্গে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন আবেগী শুভেচ্ছা।

বিজ্ঞাপন

রাজিব মেহজাবীনকে লেখেন, ‘চমৎকার হৃদয়ের মানুষটির জন্মদিনের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরেই তুমি আমার শক্তি হিসেবে পাশে থেকেছো। তুমি আমার জ্বলজ্বলে তারা।’ পোস্টের সঙ্গে ভালোবাসার তিনটি ইমোজিও জুড়ে দেন এই নির্মাতা।

তবে যতই গুঞ্জন থাকুক মেহজাবীন কিংবা রাজীব কখনই তাদের প্রেমের ব্যাপারে কোনো কিছুই কখনই স্বীকার করেননি। তারা বরাবরই বলেছেন, আমরা দুজন ঘনিষ্ঠ বন্ধু। এখন এই শুধু বন্ধুত্ব নাকি অন্য কিছু তা সময়ই বলে দিবে।

সারাবাংলা/এজেডএস

আদনান আল রাজীব জন্মদিন প্রেম মেহজাবীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর