Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবাকে হারালেন অপূর্ব

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২২ ১৭:০৫

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের বাবাকে হারিয়েছেন। অপূর্বের বাবা মোহাম্মদ ওমর ফারুক শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উত্তরায় নিজে বাসায় মারা যান বলে জানা গেছে। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

জানা গেছে, অপূর্বের বাবা অনেকদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। ওমর ফারুক সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন।

বাবার মৃত্যুর খবরটি নিজেই নিশ্চিত করেছেন অপূর্ব। সামাজিকে যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অপূর্ব জানান, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

অপূর্ব আরও জানান, তার বাবার জানাজা শুক্রবার বাদ আসর ইকবাল রোড বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

সারাবাংলা/এজেডএস

অপূর্ব অপূর্বের বাবা না ফেরার দেশে মোহাম্মদ ওমর ফারুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর