Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃদয় মণ্ডলকে নিয়ে প্রিন্স মাহমুদের ‘গ্লানি’

আহমেদ জামান শিমুল
১২ এপ্রিল ২০২২ ১৯:০৩

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। তার প্রতি হওয়া অবমাননার প্রতিবাদ জানিয়েছেন দেশের সচেতন নাগরিকরা। কিংবদন্তি গীতিকার, সুরকার প্রিন্স মাহমুদ তৈরি করেছেন ‘গ্লানি’। গানটির ভিডিও তার ভেরিফাইড ফেসবুক আইডিতে আপলোড করেছেন।

নিজের মানবিক মূল্যবোধের জায়গা থেকে গানটি তৈরি করেছেন বলে জানিয়েছেন প্রিন্স মাহমুদ। তিনি বলেন, ‘সবার আগে আমি মানুষ। আমি মানুষ, এরচেয়ে বড় পরিচয় নেই।’

বিজ্ঞাপন

‘সে হিন্দু ধর্মের হোক, ধর্ম নিয়ে কথা বলুক। এতে আমি কিছু মনে করি না। আমি মানুষ হিসেবে জন্ম নিয়েছি। তাই প্রথমে আমি মানুষ। ২০ দিন কারাগারে থাকার পর রবিবার (১০ এপ্রিল) মুক্তি পান তিনি। কিন্তু কোথায় মুক্তি? এ কোন মুক্তি? এজন্যই গানটি করা।’

গানের লাইনগুলো এমন- ‘স্যার হৃদয় চন্দ্র মরেন/দড়ি না পেলে গারদ-মধ্যে নিজ টুঁটি চেপে ধরেন।/তুমি মুক্তি পেলেও মুক্ত হবে কি?/তোমার ঈশ্বর সঙ্গে রবে কি?/ছাত্র তোমার আদরের বড়,/রামদায়ে ধার দিচ্ছে কি আরো-/খোদা তার সাথে রবেন।/গ্লানির চেয়ে গারদ-মধ্যে নিরাপদেই মরেন।/এ কোন পৃথিবী রেখে গেলে ভগবান,/ওপারে হুজুর অনুপম খের,/এপারে সাঈদী বাগান/সংখ্যালঘুর কোন দেশ নাই,/জোর যার খোদা তার সাথে ভাই,/বিশ্বাস কি করেন?ধর্মের পথে শহীদ হবো সবাই/মানব মিথ্যে, ধর্ম সত্য/তার উপরে কথা নাই।/সংখ্যালঘুর কোন দেশ নাই,/ ক্ষমতার শ্রী-রাম থাকে ভাই,/ বিশ্বাস কি করেন?/’

 

গানটির নিচে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের অনেকেই মন্তব্য করেছেন। তারা গানটির প্রশংসা করে লিখেছেন, ‘এই প্রতিবাদ শুধু একজনের জন্য নয়, সমগ্র পৃথিবীর সংখ্যালঘুদের জন্য এ প্রতিবাদমূলক গান।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

গ্লানি প্রিন্স মাহমুদ হৃদয় মণ্ডল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর