চয়নিকার সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বার্ন ইউনিটে লাইটম্যান
৬ এপ্রিল ২০২২ ২০:৪৩ | আপডেট: ৬ এপ্রিল ২০২২ ২০:৪৬
জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর নাটকের সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন লাইটম্যান সবুজ। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চয়নিকা চৌধুরী সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন।
বুধবার (৬ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। চয়নিকা বলেন, ‘নাটকের দৃশ্যের লাইট বাড়ানো বা ব্যালেন্স করার জন্য একধরনের সাদা বোর্ড ব্যবহার করি আমরা। সবুজ শুটিং হাউজের দোতলার বারান্দায় ওরকমই একটা বোর্ড ঠিক করছিলো। এমন সময় রাস্তায় থাকা বিদ্যুতের লাইনের সঙ্গে বোর্ডের ধাক্কা লাগে। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন।’
‘বাইরে প্রচুর বাতাস ছিল।যাই হোক দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আমি, আমার ম্যানেজার, প্রোডাকশন টিমের সকলে মিলে সবুজকে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যাই।’
চয়নিকা বলেন, ‘শেখ হাসিনা বার্ন ইউনিটে যাওয়ার পর ওখানকার দায়িত্বরতরা আমাকে চিনতে পারেন। তারা দ্রুতই সবুজের চিকিৎসার ব্যবস্থা করেন। এখন সে তাদের তত্ত্বাবধানে রয়েছে। তার শরীরের ৩৩ শতাংশ পুড়ে গিয়েছে।’
দুর্ঘটনাটি ঘটেছে চয়নিকা চৌধুরী পরিচালিত ঈদ নাটক ‘প্রথম প্রথম প্রেম’-এর সেটে। নাটকটিতে কারা অভিনয় করছেন তা এখনই জানাতে চাননি চয়নিকা। তিনি বলেন, ‘আমার নাটকে বাংলাদেশের চার জন সুপারস্টার অভিনয় করেছেন। তারাও সুবজকে হাসপাতালে নেওয়ার সময় ছিলেন। আমি আমার ফেসবুকে পরে তাদের ছবি প্রকাশ করবো।’
সবুজ লাইটম্যান হিসেবে খলিলের লাইট হাউজে কাজ করেন। প্রতিষ্ঠানটর কর্ণধার খলিল সারাবাংলাকে বলেন, ‘মিরপুর ডিওএইচএসের একটি শুটিং হাউজে নাটকটির শুটিং চলছিল। সেখানে আমি শুনেছি দোতলার বারান্দায় লাইট ঠিক করতে গিয়ে সবুজ দুর্ঘনার শিকার হয়েছে। শোনার সঙ্গে সঙ্গে আমি সেখানে ছুটে গিয়েছি। নাটকের ইউনিট থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে তার ৫ হাজার টাকা দিয়েছে। তারা বলেছে খরচ যাই লাগবে তারা তা বহন করার চেষ্টা করবে। আমার হাউজের ম্যানেজারও বার্ন ইউনিটে রয়েছে। আমরাও যথাসাধ্য সহায়তা করছি।’
সারাবাংলা/এজেডএস