পার্টি করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দক্ষিণী অভিনেত্রী
২২ মার্চ ২০২২ ১৯:১৭ | আপডেট: ২২ মার্চ ২০২২ ১৯:১৯
পার্টি করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ। পুলিশের সুত্রে ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার গভীর রাতে হোলি উদযাপন করে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন ২৬ বছর বয়সী অভিনেত্রী গায়ত্রী। গাড়ি চালাচ্ছিলেন অভিনেত্রীর বন্ধু রাঠোড়। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি।
জানা গিয়েছে, পথ চলতি এক নারীকে ধাক্কা মারার পর গাড়িটি ডিভাইডারে ধাক্কা খেয়ে একেবারে উলটে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় অভিনেত্রী এবং ওই পথচারীর। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় অভিনেত্রীর বন্ধুর।
সম্প্রতি ‘ম্যাডাম স্যার, ম্যাডাম অন্তে’ ওয়েব সিরিজে অভিনয় করে বেশ জনপ্রিয়তা লাভ করেন গায়ত্রী। তার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে নাম ‘জলসা রায়ুডু’। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও তিনি। দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই অভিনেত্রী।
সারাবাংলা/এএসজি
ডলি ডি ক্রুজ দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী পার্টি করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দক্ষিণের অভিনেত্রী