Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুবলি এবার ‘লোকাল’-এ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২২ ১৭:৫২

সাইফ চন্দনের পরিচালনায় ‘লোকাল’-এ অভিনয় করতে যাচ্ছেন শবনম বুবলি। সোমবার (৭ মার্চ) বুবলিকে ছবিটিতে চুক্তিবদ্ধ করিয়েছেন পরিচালক।

ছবিটিতে বুবলির বিপরীতে থাকার কথা রয়েছে আদর আজাদ চৌধুরী। যদি তা হয়, তাহলে এটি হবে এ জুটির দ্বিতীয় ছবি। এর আগে তাদের দুজন সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’-এ অভিনয় করেছন।

সাইফ চন্দন জানান, আদর আজাদের সঙ্গে আমাদের এখনও চুক্তি হয়নি। তাই বুবলির বিপরীতে কে থাকছে তা আনুষ্ঠিকভাবে বলা যাচ্ছে না।

পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি হবে ‘লোকাল’। যাকে বলে পরতে পরতে অ্যাকশন। পলিটিক্যাল থ্রিলার গল্প। ‘লোকাল’-এর চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ।

একটি মফস্বল এলাকার গল্প তাই ছবির নাম ‘লোকাল’ রাখা হয়েছে বলে জানালেন চন্দন। তিনি বলেন, ‘চাইলে বাংলায় স্থানীয় রাখা যেত নাম। কিন্তু তা রাখিনি, তাহলে অ্যাকশন ফিলটা থাকতো না।’

টাইগার মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন জাহিদ হাসান অভি। তিনি জানান, টাইগার মিডিয়া সবসময় ভালো গল্পের ও মানের ছবি নির্মাণ ও পরিবেশনা করে আসছে। এ ছবিটিও দর্শকদের পছন্দের শীর্ষে থাকবে বলে আমাদের বিশ্বাস।

তিনি জানান, আগামী ৯ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে ঢাকায়। বুবলি-আদর ছাড়াও ছবিতে থাকছেন সাঞ্জু জন, মিশা সওদাগর ও বড়দা মিঠু।

সারাবাংলা/এজেডএস

আদর আজাদ চৌধুরী জাহিদ হাসান অভি টাইগার মিডিয়া বুবলি লোকাল সাইফ চন্দন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর