Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুচরিতাকে জড়িয়ে কোন সংবাদ প্রকাশ না করার আহ্বান নিপুণের

আহমেদ জামান শিমুল
৬ মার্চ ২০২২ ২০:২৪ | আপডেট: ৬ মার্চ ২০২২ ২০:২৬

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। এ অবস্থায় একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন জায়েদ খান ও নিপুণ। পদ নিয়ে নিপুণকে আদালতে না ঘুরে অভিনয়ে মনযোগী হতে বলেছেন সুচরিতা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় এ নিয়ে সমালোচনা হয়েছে। তবে সাংবাদিকদের এ ধরনের বিষয়ে কোনো সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন নিপুণ।

রোববার (৬ মার্চ) সন্ধ্যায় বিএফডিসিতে এ আহ্বান জানান নিপুণ। তিনি বলেন, ‘সুচরিতা আমার প্রথম ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন। যেখানে রাজ্জাক ছিলেন বাবার চরিত্রে আজকে যে আমি নিপুণ, এতকিছু তা তাদের আবদান। কারণ সেদিন আমি সম্পূর্ণ নতুন আর তারা ছিলেন অলংকার। তারা চাইলে আমার সঙ্গে অভিনয় নাও করতে পারতেন। আমাকে নানাভাবে সমর্থন দিয়ে এত দূর এনেছেন। অনেক সময় অনেক কিছু হয়ে যায়। তাছাড়া উনি একটা প্যানেলে আছেন, তিনি তো সেটার সমর্থনে কথা বলবেন, এটা স্বাভাবিক।’

বিজ্ঞাপন

নিপুণ কথা প্রসঙ্গে রুবেলের ব্যাপারেও বলেন। ‘কয়েকজন মানুষকে আমি কখনই কথা বলতে পারবো না, এর মধ্যে রুবেল ভাই একজন। তিনি আমার প্রথম নায়ক। যদিও ‘রত্নগর্ভা মা’ ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। চলচ্চিত্রে যে কয়জন সত্যিকারের শিল্পী আছেন তার মধ্যে রুবেল ভাই একজন। অনেক সময় রাগের মাথায় মুখ ফসকে অনেক কথায় বের হয়। প্লিজ এগুলো নিয়ে লেখেন না। ওনারা আমাকে নিয়ে বলতে পারবেন, আমি ওনাদের নিয়ে বলতে পারবো না।’

জায়েদ খানের সঙ্গে সাধারণ সম্পাদকের পদ নিয়ে আদালতে লড়াই প্রসঙ্গে বলেন, আমার যুদ্ধটা একজন অপশিল্পীর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। আমাকে তারা বলেছিলো, আমি যেনো কোর্টের বারান্দায় বারান্দায় না ঘুরে যেন অভিনয়টা করি। আমি কিন্তু দুটো ভালো ব্যবসা চালাই। আমাকে যখন আপনি কোর্টে যেতে বাধ্য করেছেন, তখন তো কোর্টে যাবোই। আমি গিয়েছি এবং আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

চলচ্চিত্র শিল্পী সমিতি নিপুণ সুচরিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর