Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার স্টুডিও থিয়েটার হলে বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ মার্চ ২০২২ ১৮:১২

শনিবার (৫ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হচ্ছে বাতিঘর’র জনপ্রিয় নাটক ‘র‍্যাডক্লিফ লাইন’র ২৪তম প্রদর্শনী। দর্শক ও নাট্যবোদ্ধা মহলে বেশ আলোচিত এই প্রযোজনাটির রচনা ও নির্দেশনায় মুক্তনীল।

র‍্যাডক্লিফের কলমের দাগে বাংলা আজ দ্বীখন্ডিত। খেলার ছলে দেয়া আঁকিবুঁকি অনুসরণ করে কাঁটাতার বয়ে গেছে মন্দির-মসজিদ, স্কুল, খেলার মাঠ, দুই ভাইয়ের বাড়ির উঠোন, ধানিজমি, সর্বোপরি আমাদের বুকের উপর দিয়ে। আজ সেই কাঁটাতারের নিচ দিয়ে আবার কে যেন খুঁড়ে চলেছে সন্দেহ নামক সুড়ঙ্গ। এগিয়ে চলছে দেশ, এগিয়ে চলেছে সভ্যতা। কিন্তু সন্দেহের সুড়ঙ্গ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

‘র‍্যাডক্লিফ লাইন’ নাটকটিতে অভিনয়ে খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস, শিশির সরকার ও সঞ্জয় হালদার। আলোক পরিকল্পনায় তানজিল আহমেদ, মঞ্চ পরিকল্পনায় খালিদ হাসান রুমি ও তাজিম আহমেদ শাওন, সংগীতে জনি সেন রুবেল ও সাদ্দাম রহমান এবং শব্দ প্রক্ষেপণে সাদ্দাম রহমান।

সারাবাংলা/এএসজি

বাতিঘর বাতিঘর নাট্যদল বাতিঘর’র ‘র‍্যাডক্লিফ লাইন’ বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’ র‍্যাডক্লিফ লাইন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর