Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমা ও হাফিজের ‘ওরে পাষানী’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০৮

সম্প্রতি সাউন্ডটেক এর ব্যানারে রিলিজ হয়ে গেল সালমা ও হাফিজ খান এর গান ‘ওরে পাষানী’ শিরোনামের নতুন মিউজিক ভিডিও।

‘ওরে পাষানী’ গানটির কথা লিখেছেন সময়ের জনপ্রিয় গীতিকবি রবিউল ইসলাম রবি, সুর করেছেন পলক হাসান সুমন আর গানটির সংগীতায়োজন করেছেন হৃষিকেশ রকি। মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির মিউজিক্যাল ফিল্ম বানিয়েছেন একে মামুন। গানটি মডেল ছিলেন কন্ঠশিল্পী হাফিজ খান ও সীমা।

কন্ঠশিল্পী সালমা বলেন, গানটির কথা ও সুর ছিলো অসাধারণ, স্যাড মেলো ফোক ধাচের গানটি আমার খুব ভালো লেগেছে। হাফিজ খানও খুব ভালো গেয়েছেন। আশা করি গানটি সবার ভালো লাগবে।

কন্ঠশিল্পী হাফিজ খান বলেন, সালমা অনেক জনপ্রিয় কন্ঠশিল্পী তার সাথে গানটি করতে পেরে আমি খুব আনন্দিত। আশা করি গানটি সবার ভালো লাগবে। দর্শক শ্রোতারা যদি গানটি সাদওে গ্রহণ করেন তবেই আমাদের স্বার্থকতা। সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই। আমি যেন ভালো কাজ করে সবার মনে জায়গা করে নিতে পারি।

প্রসঙ্গত, নিয়মিত গানের চর্চা করে যাচ্ছেন হাফিজ খান। এরই ধারাবাহিকতায় বেশ কিছু নতুন গানের কাজ চলছে। শীঘ্রই বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গানগুলো রিলিজ হবে।

সারাবাংলা/এএসজি

সাউন্ডটেক সালমা ও হাফিজের ‘ওরে পাষানী’

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর