Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়ূরাক্ষীর শুটিং শুরু ১ ফেব্রুয়ারি থেকে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ১৫:১৭

রাশিদ পলাশ সম্প্রতি ‘ময়ূরাক্ষী’ নামে একটি ছবির ঘোষণা দিয়েছিলেন গত বছর। যার প্রধান চরিত্রে অভিনয় করবেন ববি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে। এমনটাই জানিয়েছেন ছবির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী।

তিনি জানান, প্রথম দিনের শুটিংয়ে অংশ নেবেন ববি, শিরিন শিলা, দীপ। শুটিং হবে এফডিসিতে।

গত বছরের ৩০ নভেন্বর হোটেল ইন্টারকন্টিনেনটালে অনুষ্ঠিত হয় ছবিটির পোস্টার উন্মোচন ও মহরত অনুষ্ঠান। সেখানে পরিচালক জানিয়েছিলেন, ছবিটি নির্মিত হবে প্রেম ও প্রতারণার গল্পে। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে ছবিটির প্রধান চরিত্রে আছেন ববি, শিরিন শিলা, দীপ।

খবরে এসেছে ছবিটির নির্মিত হবে সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া একটি বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে। সেক্ষেত্রে অনুমতির ব্যাপার এসে যায়। এ নিয়ে পরিচালক বলেন, আমাদের ছবির গল্পের একটা অংশ বিমান ছিনতাই। তবে তা কখনই মূল নয়।

আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।

সারাবাংলা/এজেডএস

দীপ ববি ময়ূরাক্ষী রাশিদ পলাশ শিলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর