Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে নতুন ধারাবাহিক ‘আকাশ মেঘে ঢাকা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ জানুয়ারি ২০২২ ১৪:৫৩

নতুন এক ধারাবাহিক নাটক শুরু হতে যাচ্ছে নাগরিক টেলিভিশনে। ‘আকাশ মেঘে ঢাকা’ নামে এই ধারাবাহিকটির রচয়িতা মাহ্বুব হাসান জ্যোতি এবং পরিচালনায় আছেন রূপক বিন রউফ। এতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, প্রাণ রায়, মাসুম আজিজ, হোসাইন নিরব, সুস্মিতা সিনহা, তৃষ্ণা, সাথী মাহমুদা, লিটন খন্দকার, সাহেলা আক্তার, সঞ্জীব আহমেদ, হারুন রশিদসহ অনেকে।

নির্মাতা রূপক বিন রউফ রউফ নাটকটি নির্মাণের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘এই ধারাবাহিকে এক ঝাঁক নতুন মুখকে দর্শক দেখতে পাবেন। বলতে পারেন এই নাটকে মুখের চাইতে গল্পটাই মুখ্য।’

নাটকটির কাহিনী সম্পর্কে তিনি জানান, ‘ভালোবাসা ও পরিচর্যার বিকল্প আশ্রয়ে বড় হচ্ছিল একদল তরুণ-তরুণী, যেখানে আঠারো হয়ে গেলে কারোরই আর থাকার সুযোগ নেই। তাদের এগিয়ে যাওয়া, প্রেম, ঈর্ষা, টিকে থাকার চেষ্টা, আছে ভাওতাভাজী, এসব নিয়েই নাটকটির গল্প। নওগাঁ, পূবাইল এবং ঢাকায় এই ধারাবাহিকের কাজ হচ্ছে।’

ধারাবাহিকটির থিম সং লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন তাহসিন আহমেদ। এতে কণ্ঠ দিয়েছেন তাহসিন আহমেদ ও সিঁথি সাহা।

‘আকাশ মেঘে ঢাকা’ ধারাবাহিকটি ১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ১০টায় প্রচার হবে নাগরিক টিভিতে।

সারাবাংলা/এএসজি

আসছে নতুন ধারাবাহিক ‘আকাশ মেঘে ঢাকা’ নাগরিক টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর