Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমার নৃত্যশিল্পী হয়ে ওঠার গল্প…

আশীষ সেনগুপ্ত
২৭ জানুয়ারি ২০২২ ২১:১১

সামিনা হোসেন প্রেমা— এ প্রজন্মের একজন নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক। মূলত বাবার উৎসাহে নাচের জগতে আসা তার। শুরুটা ছায়ানটে, সেই ছোটবেলায়। এরপর নাচ শিখেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও কলাবতী দেবীর কাছে।

ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা এই শিল্পীর পড়াশুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে। এরপর নাচ নিয়ে উচ্চ শিক্ষার্থে পাড়ি দিয়েছিলেন ভারতে। সেখানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের পাশাপাশি প্রশিক্ষণ নেন মনিপুরী নৃত্যের কিংবদন্তি শ্রীমতি কলাবতী দেবীর কাছে।

বিজ্ঞাপন

বাংলাদেশে ফিরে প্রেমা নিজেকে পুরোপুরি নিয়োজিত করেন মনিপুরী নৃত্যের প্রচার ও প্রসারে। গঠন করেন নিজের নৃত্যদল ‘ভাবনা’, যেখানে নতুন প্রজন্মকে পথ দেখানো হচ্ছে শুদ্ধ ও শাস্ত্রীয় নৃত্যচর্চার। একইসাথে প্রেমা প্রশিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে।

প্রেমা এখন বাংলাদেশের একজন সফল নৃত্যশিল্পী। কিন্তু তার এমন সাফল্য একদিনে আসেনি। নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রেমার নৃত্যশিল্পী হয়ে ওঠার গল্প আজকের কথোপকথনে…

 

 

দিনের পর দিন সেবা করেছেন যুদ্ধাহত মুক্তিসেনাদের…আরও দেখুন

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

কথোপকথন নৃত্যশিক্ষক নৃত্যশিল্পী মনিপুরী নৃত্য মনিপুরী নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা সারাবাংলা কথোপকথন

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর