Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনো হৃত্বিকের টানে ছুটে আসেন সুজান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২ ১৬:১৫

২০০০ সালের ডিসেম্বরে হৃতিক রোশনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সুজান খান। যদিও তাদের প্রেম সেই ছোটবেলা থেকেই। এরপর ১৪ বছরের সংসার। ২০১৪ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। আইনিভাবে দুজনের পথ আলাদা, কিন্তু ৮ বছর ধরে আলাদা থাকলেও একটুকুও চিড় ধরেনি দুজনের বন্ধুত্বে। প্রাক্তন হয়েও যে বন্ধু থাকা যায়, সন্তানদের সব দায়িত্ব পালন করা যায় তা দেখিয়ে দিয়েছেন সুজান খান ও হৃতিক রোশন। আরও একবার প্রকাশ্যে এল তাদের সম্পর্কের এই গভীরতা।

বিজ্ঞাপন

হৃতিকের বড় বোন সুনয়না রোশনের জন্মদিনের পার্টিতে শামিল হয়েছিলেন সুজানও। কারণ আজও তিনি রোশন পরিবারেরই একজন। সুনয়নার জন্মদিনের ছবি ইনস্টায় পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে সুজান লেখেন, ‘কিছু সম্পর্ক চিরকালের… একইরকম, ডার্লিং নিকো, অনেক আনন্দ, ভালোবাসা আর চওড়া হাসিটা তোমাকে ঘিরে থাকুক’। এখানেই থামেননি সুজান। প্রাক্তন স্বামী ও তার বোনের সঙ্গে তার ছবি শেয়ার করে সুজান আরও লেখেন, ‘হ্যাপি হ্যাপি বার্থডে। ২০২২ তোমাদের খুব খুব ভাল কাটুক।’

বিজ্ঞাপন
প্রাক্তন স্বামী ও তার বোনের সঙ্গে তার ছবি শেয়ার করেন সুজান

প্রাক্তন স্বামী ও তার বোনের সঙ্গে তার ছবি শেয়ার করেন সুজান

এদিকে চলতি মাসের শুরুতেই সুজানের বাবা সঞ্জয় খানের জন্মদিনের পার্টিতেও শামিল হয়েছিলেন হৃতিক। সেখানে সুজানের ভাই জায়েদ খান ও মা জারিন খানের সঙ্গে হৃতিকের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দুই পরিবারের মধ্যেকার এই ভালোবাসার বন্ধন দেখে অনেকেই আশ্চর্য হয়ে যায়।

হৃতিক রোশন-সুজান খান

হৃতিক রোশন-সুজান খান

উল্লেখ্য, বলিউডে ব্যাপক চর্চায় সুজানের ব্যক্তিগত জীবন। অভিনেতা আলি গোনির দাদা আরসলান গোনির সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী, এমনটাই খবর। গতমাসে ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্ককে অফিসিয়্যালও করে দিয়েছেন তারা। তবে নতুন সম্পর্কে থাকলেও পুরনো সম্পর্কের বন্ধন এক্কেবারে ছিঁড়ে ফেলেননি সুজান খান।

সারাবাংলা/এএসজি

সুজান খান হৃতিক রোশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর