Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরিজনদের এলাকায় শুরু ‘হরিজন পল্লী’র শুটিং

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ জানুয়ারি ২০২২ ১৫:০১

আজ (১৬ জানুয়ারি) থেকে শুরু হলো বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ওয়েবফিল্ম ‘হরিজন পল্লী’। রাজবাড়ী জেলার সদরে অবস্থিত হরিজনদের নিজস্ব এলাকায় চলছে এই ওয়েবফিল্মের শুটিং। হরিজনদের জীবন বৈচিত্র নিয়ে সৈয়দ আশিক রহমানের গল্পে ওয়েবফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফজলুল হক আকাশ এবং পরিচালনায় সকাল আহমেদ।

ওয়েবফিল্মটি প্রসঙ্গে পরিচালক সকাল আহমেদ বলেন, ‘কাজটি আমার কাছে একটি স্বপ্নের মতো হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে এর চিত্রায়ন নিয়ে আমি চিন্তা ও চর্চা করে যাচ্ছি। আজ শুটিং শুরু করলাম। আশাকরি দর্শক দারুণ কিছু পাবে।’

বিজ্ঞাপন

ওয়েবফিল্মটির প্রযোজক বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান বলেন, ‘হরিজনরা আমাদের সমাজেরই অংশ। তাদের বৈচিত্রময় জীবন সম্পর্কে সুন্দর ও বাস্তবিক ভাবে আমাদের দর্শকদের সামনে মেলে ধরতেই এই ওয়েবফিল্মটি করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এর মাধ্যমে সাধারণ মানুষের সাথে সম্পর্ক আরো আন্তরিক হবে। তাদের ক্রাইসিসগুলো নিয়ে সবাই সচেতন হবে। আশাকরি ভালো একটি কাজ হতে যাচ্ছে।’

ওযেবফিল্মটিতে অভিনয় করেছেন আরোশ খান, তাসনুভা তিশা, লুৎফর রহমান জর্জ, আফ্রি সেলিনাসহ আরো অনেকে।

সারাবাংলা/এএসজি

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সকাল আহমেদ সৈয়দ আশিক রহমান হরিজন পল্লী হরিজনদের এলাকায় শুরু ‘হরিজন পল্লী’র শুটিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর