Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেরি কম চরিত্রে অভিনয় করাটা ভুল ছিল: প্রিয়াঙ্কা চোপড়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ জানুয়ারি ২০২২ ২০:১৮

বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। যার কেরিয়ার গ্রাফ যে কোনও অভিনেতা বা অভিনেত্রীর ক্ষেত্রে ঈর্ষণীয়। বলিউডে প্রথম সারির এই অভিনেত্রী এখন নিজেকে প্রতিষ্ঠিত করছেন হলিউডে। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ছবি ‘মেরি কম’। ছবিটি বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি জাতীয় পুরস্কারের সম্মানেও ভূষিত হয়। ছবিতে অলিম্পিকজয়ী ভারতীয় বক্সার ‘মেরি কম’-এর ভূমিকায় দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে এতদিন পর প্রিয়াঙ্কা জানিয়েছেন তাকে নয়, মেরি কমের চরিত্রে অন্য কাউকেই কাস্ট করা উচিত ছিল!

বিজ্ঞাপন
অলিম্পিকজয়ী ভারতীয় বক্সার ‘মেরি কম’-এর ভূমিকায় দেখা যায় প্রিয়াঙ্কাকে

অলিম্পিকজয়ী ভারতীয় বক্সার ‘মেরি কম’-এর ভূমিকায় দেখা যায় প্রিয়াঙ্কাকে

সে সময় মেরির নিজ রাজ্য মণিপুরের মানুষ মেরির ভূমিকায় প্রিয়াঙ্কার অভিনয় করা নিয়ে আপত্তি করেছেন। কখনও বা বেশ কিছু সিনেমা হলে এই ছবি দেখানো যায়নি। আবার মণিপুর নিবাসী বিশ্বজয়ীর সঙ্গে প্রিয়াঙ্কার মুখের গড়নের কোনও মিল নেই বলেও এই বলি-সুন্দরীর কাস্টিং নিয়ে কম জলঘোলা হয়নি। প্রতিবাদ করেছিলেন উত্তর-পূর্ব ভারতের বহু মানুষ। তখন সেই প্রসঙ্গে টুঁ শব্দটি না করলেও সম্প্রতি প্রিয়াঙ্কা নিজেই বলেছেন, ‘মেরি কমের চরিত্রে উত্তর-পূর্ব ভারতের কোনও অভিনেত্রীকেই কাস্ট করা উচিত ছিল।’

বিজ্ঞাপন

প্রিয়াংকার কথায়, ‘দেখুন, আমি জানি মেরি কমের সঙ্গে মুখের কিংবা চেহারার তেমন কোনও সাদৃশ্য নেই আমার। তবে কী জানেন তো মেরি কম-এর মতো জীবন্ত কিংবদন্তির চরিত্রে অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাইনি একদম। অভিনেত্রী হিসেবে বেশ লোভ হয়েছিল। তাছাড়া, একজন নারী হিসেবে ও আমাকে সবসময়ে অনুপ্রেরণা জুগিয়ে গেছে।’

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

প্রসঙ্গত, মেরি কমের মণিপুরের গ্রামের বাড়িতে গিয়ে বেশ কিছু সময় কাটিয়েছিলেন প্রিয়াঙ্কা। তার পরিবারের বাকি সদস্যদের সঙ্গে দিনের পর দিন দেখা করেছেন, জানার চেষ্টা করেছেন মেরির ব্যাপারে খুঁটিনাটি সবকিছু। বহু মাস বক্সিংয়ের ট্রেনিংও নিয়েছিলেন, যাতে পর্দায় এই অলিম্পিকজয়ীর ভূমিকায় নিজেকে যথাযত ফুটিয়ে তোলা যায়।

সারাবাংলা/এএসজি

প্রিয়াঙ্কা চোপড়া মেরি কম মেরি কম চরিত্রে অভিনয় করাটা ভুল ছিল: প্রিয়াঙ্কা চোপড়া

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর