Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ্যালেন টিটোর ‘লন্ড্রি বয়’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২ ১৭:১০

ছুটির দিনে বিশেষ নাটক হিসেবে নির্মিত হলো ‘লন্ড্রি বয়’। এ্যালেন টিটোর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- আরোশ খান, তানিয়া বৃষ্টি, আব্দুল্লাহ রানা প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, রতন এলাকায় একটা লন্ড্রি দোকানের লন্ড্রি বয়। তার স্বপ্ন বড়ো হওয়া। সিনেমার মতো। সব সময় তালে তালে চলে রতন। নাচে খুব সুন্দর। তার গুরু হিন্দি সিনেমার গোবিন্দ। রতনের সাথে প্রেমার সম্পর্ক। খুব টান দু’জনের। ভালোবাসাটা রূপ নেয় কষ্টে কারন প্রেমার বড়ো ভাই চায় না তাদের সম্পর্ক। জড়িয়ে পড়ে ঝামেলায়। রতন খুব মন খারাপ নিয়ে চোখের জল বুকে মুছে আকাশ এর দিকে চেয়ে চোখ ঝাপসা করে হাঁটতে থাকে। সব কিছুই কপালের উপর ভরসা করে অপেক্ষায় থাকে রতন।

বিজ্ঞাপন

‘লন্ড্রি বয়’ প্রচারিত হবে শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় আরটিভিতে।

সারাবাংলা/এএসজি

আব্দুল্লাহ রানা আরোশ খান এ্যালেন টিটোর ‘লন্ড্রি বয়’ তানিয়া বৃষ্টি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর